Ajker Patrika

শ্রীপুরে অবৈধ গ্যাস লাইনের আগুনে পুড়ল ১২ ঘর

শ্রীপুরে অবৈধ গ্যাস লাইনের আগুনে পুড়ল ১২ ঘর

গাজীপুরের শ্রীপুরে অবৈধ গ্যাস লাইনের আগুনে একটি বসতবাড়ির ১২টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অবৈধ গ্যাস লাইন-সংযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয়রা। 

আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভিয়েলাটেক্স স্পিনিং মিলসের সামনে আবুল কাশেমের বাড়িতে আগুনের এই ঘটনা ঘটে। 

বাড়ির মালিক আবুল কাশেম জানান, ১২ টির মতো আধপাকা টিনশেড ঘর তৈরি করে স্থানীয় কারখানার শ্রমিকদের ভাড়া দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে আগুন লাগার খবর পাই। মুহূর্তেই আগুন বাড়ির ১২টি কক্ষেই ছড়িয়ে পড়ে। পরে তিনি ঘটনাস্থলে এসে শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেন। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক আগুনে পুড়ে যাওয়া বাড়ির এক ভাড়াটে জানান, আগুনে পুড়ে যাওয়া বাড়িসহ আশপাশের সব বাড়িতেই অবৈধ গ্যাস-সংযোগ ছিল। ভোরে অবৈধ গ্যাস-সংযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন লাগার পরপরই আশপাশের বাড়িগুলো থেকে অবৈধ গ্যাস-সংযোগ খুলে নিচ্ছেন বাড়ির মালিকেরা। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখারুল ইসলাম রায়হান জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত