Ajker Patrika

উত্তরায় ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
মহাসড়ক অবরোধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুর করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
মহাসড়ক অবরোধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুর করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায় নি।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুরে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে তিনটা পর্যন্ত মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। অবরোধকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

হামলাকালে বাসের ভেতরে থাকা চারজন শিক্ষার্থী আহত হোন। পরবর্তীতে তাদেরকে চিকিৎসার জন্য উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

বিক্ষোভে উত্তরার উত্তরা হাইস্কুল এন্ড কলেজ, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ, সানরাইজ স্কুল এন্ড কলেজ, উত্তরা কর্মাস কলেজের শত শত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

বিক্ষোভকালে শ্লোগানে শ্লোগানে শিক্ষার্থীরা বলেন, ‘আমার ভাই কবরে, ঘাতক চালক কেন বাহিরে, প্রশাসন জবাব চাই, জবাই’, ‘ঘাতক চালকের ফাঁসি চাই, ফাঁসি চাই’ সহ নানান শ্লোগান দেন।

জানা গেছে, শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তরার বিএনএস সেন্টার থেকে জসিম উদ্দিনের মহাসড়কে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে উত্তরার আজমপুরে অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটি ওই পথ দিয়ে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করে এ ভাংচুরের ঘটনা ঘটে।

মহাসড়ক অবরোধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুর করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
মহাসড়ক অবরোধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুর করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

বাসটিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোয়াদ নামের এক ছাত্র বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি বাসে কিছু নামধারী ছাত্ররা হামলা চালিয়ে ভাংচুর করেছে। এতে বাসের ভেতরে থাকা চারজন ছাত্র আহত হয়েছে। তাদের মধ্যে একজনের মাথায়, একজন বুকে, একজন পিঠে ও একজন হাতে আঘাত পেয়েছে।’

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাবির নাঈমুর রহমান রিদম একটি ভিডিও ফুটেজ পোস্ট করেন। সেখানে তিনি লেখেন-উত্তরার আজমপুরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হামলা চালানো হয়েছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মহাসড়ক অবরোধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুর করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
মহাসড়ক অবরোধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুর করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

হামলার বিষয়ে জানতে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, উত্তরা জোনের জেষ্ঠ্য সহকারী কমিশনার (এসি) সাদ্দাম হোসেন ও উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কারো কোন বক্তব্য পাওয়া যায় নি।

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরা পশ্চিম থানার একজন পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, উত্তরার বিএনএস সেন্টার এলাকায় গত রোববার (২৭ এপ্রিল) দুপুরে এসএসসি পরিক্ষা শেষে বাসায় ফেরার পথে ট্রাক চাপায় মো. নাইম (১৭) নামের এক ছাত্র নিহত হন। এ ঘটনা ট্রাকটি আটক করা হলেও পালিয়ে গেছেন ঘাতক চালক ও তার সহকারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত