Ajker Patrika

কেরানীগঞ্জ ভূমি অফিস প্রাঙ্গণে দালালকে আটকের পর কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ ভূমি অফিস প্রাঙ্গণে দালালকে আটকের পর কারাদণ্ড

ঢাকার কেরানীগঞ্জে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এক অভিযান করে মো. বুদ্দু মিয়া (৩৪) নামের এক দালালকে আটকের পর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল শাহাদাৎ হোসেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের কানুনগো কামাল হোসেন, সার্ভেয়ার মিরাজ হোসেন ও নাজির রাজিব দত্ত প্রমুখ। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল শাহাদাৎ হোসেন বলেন, ভূমি অফিস দালালমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক গতিবিধির কারণে মো. বুদ্দু মিয়া (৩৪) ও শামীম আহমেদ শামীম (৪৭) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। 

শাহাদাৎ হোসেন আর ও বলেন, পরে জিজ্ঞাসাবাদকালে মো. বুদ্দু মিয়া (৩৪) এর কাছে অন্য ব্যক্তির নামজারি কাগজপত্র পাওয়া যায় এবং টাকার বিনিময়ে নামজারির দায়িত্ব নিয়েছেন মর্মে স্বীকারোক্তি দিলে তাকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। স্বচ্ছ ও দ্রুত ভূমিসেবা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত