Ajker Patrika

স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে সড়ক অবরোধ জুলাই আন্দোলনে আহতদের

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৬: ০১
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান  (নিটোর) বা পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন আহতরা। ছবি: আজকের পত্রিকা
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান  (নিটোর) বা পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন আহতরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান  (নিটোর) বা পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করা হয়েছে। আজ বুধবার বেলা দেড়টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতরা এই সড়ক অবরোধ করেন।

ডিএমপির মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আসলাম সাগর আজকের পত্রিকাকে জানান, জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে সকালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম পঙ্গু হাসপাতালে আসেন। সেখানে আহতদের অনেকেরই খোঁজখবর নেন। তবে আহত যাঁদের খোঁজখবর নিতে পারেননি, তাঁরাও তাঁদের কথা জানাতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে আহত ও তাঁদের পরিবারের লোকজন পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন।

এদিকে বেলা দেড়টার দিকে হাসপাতালের সামনে আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ করে দেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা জুলাই আন্দোলনের আহতরা। ফলে শ্যামলীমুখী সড়কে গাড়ির চাপ যানজট দেখা দিয়েছে।

সড়ক অবরোধ করা আহতদের সঙ্গে কথা বলে সড়ক সচলের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত