জবি সংবাদদাতা
চলমান কোটা সংস্কার আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে নেতৃত্বদানকারীরা পদত্যাগ করে সরে গেছেন আন্দোলন থেকে। আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জাহাঙ্গীর হোসেন।
প্রক্টর জাহাঙ্গীর বলেন, ‘আমাদের ক্যাম্পাসে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, তারা বলেছে, তারা একধরনের পদত্যাগ করে সরে গেছে এই আন্দোলন থেকে। পরবর্তীতে ৬০০-৭০০ সাধারণ শিক্ষার্থী জোর করে বের হয়ে ভিক্টোরিয়া পার্কের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এরপর ২০০-৩০০ জন সেই বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হওয়ার খবর পেয়েছি।’
আন্দোলন ছেড়ে দেওয়ার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়কারী জসিম উদ্দিন আজকের পত্রিকা’কে বলেন, ‘আমরা আজ আন্দোলনে যাইনি। কী কারণে সরে গেছি আপনার সঙ্গে দেখা করে এ বিষয়টি বলব।’
আরও খবর পড়ুন:
চলমান কোটা সংস্কার আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে নেতৃত্বদানকারীরা পদত্যাগ করে সরে গেছেন আন্দোলন থেকে। আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জাহাঙ্গীর হোসেন।
প্রক্টর জাহাঙ্গীর বলেন, ‘আমাদের ক্যাম্পাসে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, তারা বলেছে, তারা একধরনের পদত্যাগ করে সরে গেছে এই আন্দোলন থেকে। পরবর্তীতে ৬০০-৭০০ সাধারণ শিক্ষার্থী জোর করে বের হয়ে ভিক্টোরিয়া পার্কের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এরপর ২০০-৩০০ জন সেই বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হওয়ার খবর পেয়েছি।’
আন্দোলন ছেড়ে দেওয়ার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়কারী জসিম উদ্দিন আজকের পত্রিকা’কে বলেন, ‘আমরা আজ আন্দোলনে যাইনি। কী কারণে সরে গেছি আপনার সঙ্গে দেখা করে এ বিষয়টি বলব।’
আরও খবর পড়ুন:
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
১৬ মিনিট আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
১৯ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
২৪ মিনিট আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
২৮ মিনিট আগে