Ajker Patrika

ছিনিয়ে নেওয়া জঙ্গিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ঝুঁকি আছে: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৩: ৫৫
ছিনিয়ে নেওয়া জঙ্গিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ঝুঁকি আছে: পুলিশ

ঢাকার সিএমএম আদালত চত্বর থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে গ্রেপ্তার না করা পর্যন্ত ঝুঁকি আছে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। 

আজ বুধবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ঝুঁকির বিষয়টি স্বীকার করেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার। 

বিপ্লব বলেন, ঝুঁকি এড়াতে সারা দেশে পুলিশ ইউনিট ও বর্ডার নিয়ন্ত্রণে যাঁরা রয়েছেন তাঁদের সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। যে দুই জঙ্গি পালিয়েছে, তাদের ছবি প্রতিটি থানায় পাঠানো হয়েছে। 

ডান্ডাবেড়ির সম্পর্কে এক প্রশ্নের জবাবে যুগ্ম-পুলিশ কমিশনার আরও বলেন, দুর্ধর্ষ আসামিদের ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়গুলো এড়ানোর জন্য সবাইকে সমন্বিত করে একটা জায়গায় আনার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত