Ajker Patrika

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবি, আন্দোলনকারী ১০ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবি, আন্দোলনকারী ১০ জন কারাগারে

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করার অভিযোগে গ্রেপ্তার ১০ আন্দোলনকারীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন সাঈদ বাচ্চু, শরীফুল হাসান শুভ, আব্দুর রহমান, জাকির হোসেন, আরিফ হোসেন, আবু বক্কর সিদ্দিকী, তাসনিমুল হাসান অর্ণব, রাকিবুল হাসান, রোকন হোসেন এবং মামুন রশিদ রতন। 

আজ বিকেলে তাদের আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. আরিফ নেওয়াজ আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। 

অন্যদিকে আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন। পরে আইনজীবীদের জামিন আবেদন কাল সোমবার শুনানির জন্য দিন ধার্য করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন ফকির আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

গতকাল শনিবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখার অভিযোগে আন্দোলনকারীদের মধ্যে থেকে ১০ জনকে আটক করে পুলিশ। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ানোসহ ৩ দফা দাবিতে গতকাল ১০ জুন দুপুর থেকে প্রায় ৬ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন চাকরিপ্রত্যাশীরা। পরে রাত ৮টার দিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় প্রায় ২০ জন আন্দোলনকারী আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত