নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তাঁর স্ত্রী আরজুদা করিমের বিদেশ গমনের অনুমতি দেওয়া হয়েছে। গত রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই অনুমতি দেন।
দুর্নীতির অভিযোগ থাকায় এক মাস আগে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। তাঁদের পক্ষে ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন শুনানি করেন। ব্যারিস্টার মামুন আজ সোমবার জানান, চিকিৎসা ও ওমরাহ পালনের জন্য সৌদি আরব গমনে অনুমতি চেয়ে আবেদন করেন ওবায়দুল করিম, তাঁর স্ত্রী আরজুদা করিম ও তাঁর মেয়ে জেরিন করিম। শুনানি শেষে আদালত ওবায়দুল করিম ও তাঁর স্ত্রীর বিদেশ গমনের অনুমতি দেন।
এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল করিমসহ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন একই আদালত।
পরে ১০ মার্চ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অভিযুক্ত ওবায়দুল করিম, তাঁর পরিবারের সদস্য ও স্বার্থসংশ্লিষ্টদের নামে ময়মনসিংহ ও মুন্সিগঞ্জ জেলায় থাকা ৪৩ দশমিক ২৫ একর জমি ক্রোকের আদেশ দেন আদালত, যার দলিলমূল্য দেখানো হয়েছে ২ কোটি ৯০ লাখ ৯১ হাজার টাকা।
এ ছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের নামে রাজধানীর গুলশান এলাকায় থাকা প্রায় ৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেওয়া হয়। তা ছাড়া ওবায়দুল করিম ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকের ৩১টি হিসাবে থাকা ২০ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা এবং ৬ হাজার ৫৭৫ ডলার অবরুদ্ধেরও আদেশ দেওয়া হয়।
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তাঁর স্ত্রী আরজুদা করিমের বিদেশ গমনের অনুমতি দেওয়া হয়েছে। গত রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই অনুমতি দেন।
দুর্নীতির অভিযোগ থাকায় এক মাস আগে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। তাঁদের পক্ষে ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন শুনানি করেন। ব্যারিস্টার মামুন আজ সোমবার জানান, চিকিৎসা ও ওমরাহ পালনের জন্য সৌদি আরব গমনে অনুমতি চেয়ে আবেদন করেন ওবায়দুল করিম, তাঁর স্ত্রী আরজুদা করিম ও তাঁর মেয়ে জেরিন করিম। শুনানি শেষে আদালত ওবায়দুল করিম ও তাঁর স্ত্রীর বিদেশ গমনের অনুমতি দেন।
এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল করিমসহ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন একই আদালত।
পরে ১০ মার্চ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অভিযুক্ত ওবায়দুল করিম, তাঁর পরিবারের সদস্য ও স্বার্থসংশ্লিষ্টদের নামে ময়মনসিংহ ও মুন্সিগঞ্জ জেলায় থাকা ৪৩ দশমিক ২৫ একর জমি ক্রোকের আদেশ দেন আদালত, যার দলিলমূল্য দেখানো হয়েছে ২ কোটি ৯০ লাখ ৯১ হাজার টাকা।
এ ছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের নামে রাজধানীর গুলশান এলাকায় থাকা প্রায় ৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেওয়া হয়। তা ছাড়া ওবায়দুল করিম ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকের ৩১টি হিসাবে থাকা ২০ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা এবং ৬ হাজার ৫৭৫ ডলার অবরুদ্ধেরও আদেশ দেওয়া হয়।
বরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১ সেকেন্ড আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৭ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১০ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৮ মিনিট আগে