দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ইউক্রেনে বাংলাদেশর জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ডেক ক্যাডেট ফয়সাল আহমেদসহ অন্যদের কারা উদ্ধার করেছে এ বিষয়ে স্পষ্ট জানে না ফয়সালের পরিবার। কেবল জানে তাঁরা আপাতত নিরাপদ আছেন। এমতাবস্থায় সরকারের ওপর আস্থা রাখা ছাড়া কিছু করার নেই। এমনটাই জানিয়েছেন ফাহমিদ ফয়সাল সেতুর বাবা-মা। ইউক্রেনের অলিভিয়া বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলার ঘটনায় আটকে পড়া জীবিত ২৮ জনের একজন ফয়সাল আহমেদ সেতু।
ফয়সাল আহমেদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে। তাঁর বাবা ফারুক আহমেদ উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন ফয়সাল। নিজের সংবাদের পাশাপাশি জানাচ্ছেন অন্য সহকর্মীদের কথাও।
এরই মধ্যে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে জাহাজ থেকে ২৮ নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁরা ভালো আছেন বলে জানিয়েছেন আটকে পড়া নাবিক ফয়সাল আহমেদ সেতু।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফয়সাল আহমেদ তাঁর পরিবারকে জানিয়েছেন, ‘আমাদের সবাইকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত একজন নিহত ছাড়া বাকি ২৮ জন নিরাপদে আছি, ভালো আছি।’ শুক্রবার দুপুরে আজকের পত্রিকাকে এমনটিই জানিয়েছেন ফয়সালের চাচাতো ভাই রানা আহম্মেদ।
রানা বলেন, ‘তবে কোথায় আছে এবং দেশে কবে ফিরবে—এমন কোনো তথ্য আমাদের কাছে এখনো দেয়নি ফয়সাল।’
নিয়মিত বার্তা আদান-প্রদানে ফয়সালের পরিবার কিছুটা স্বস্তি পেলেও ছেলের ফিরে আসা নিয়ে এখনো শঙ্কিত তাঁরা। সেতুর মা মাকসুদা আহমেদ (টলি খাতুন) আজকের পত্রিকাকে জানান, তাঁর ছেলে এখন ভালো আছেন। ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।
সেতুর বাবা ফারুক বিশ্বাস বলেন, ‘ছেলে ভালো আছে, ছেলেকে ফিরিয়ে আনতে সরকার সাহায্য করছে। আমার সঙ্গে শিপিং করপোরেশনের কর্মকর্তারা যোগাযোগ করেছেন। সরকারের পক্ষ থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
এর আগে বাঁচার আকুতি জানিয়ে জাহাজ থেকে ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ তাঁর এক পরিচিতজনের কাছে পাঠিয়েছিলেন ফয়সাল।
ইউক্রেনে বাংলাদেশর জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ডেক ক্যাডেট ফয়সাল আহমেদসহ অন্যদের কারা উদ্ধার করেছে এ বিষয়ে স্পষ্ট জানে না ফয়সালের পরিবার। কেবল জানে তাঁরা আপাতত নিরাপদ আছেন। এমতাবস্থায় সরকারের ওপর আস্থা রাখা ছাড়া কিছু করার নেই। এমনটাই জানিয়েছেন ফাহমিদ ফয়সাল সেতুর বাবা-মা। ইউক্রেনের অলিভিয়া বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলার ঘটনায় আটকে পড়া জীবিত ২৮ জনের একজন ফয়সাল আহমেদ সেতু।
ফয়সাল আহমেদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে। তাঁর বাবা ফারুক আহমেদ উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন ফয়সাল। নিজের সংবাদের পাশাপাশি জানাচ্ছেন অন্য সহকর্মীদের কথাও।
এরই মধ্যে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে জাহাজ থেকে ২৮ নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁরা ভালো আছেন বলে জানিয়েছেন আটকে পড়া নাবিক ফয়সাল আহমেদ সেতু।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফয়সাল আহমেদ তাঁর পরিবারকে জানিয়েছেন, ‘আমাদের সবাইকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত একজন নিহত ছাড়া বাকি ২৮ জন নিরাপদে আছি, ভালো আছি।’ শুক্রবার দুপুরে আজকের পত্রিকাকে এমনটিই জানিয়েছেন ফয়সালের চাচাতো ভাই রানা আহম্মেদ।
রানা বলেন, ‘তবে কোথায় আছে এবং দেশে কবে ফিরবে—এমন কোনো তথ্য আমাদের কাছে এখনো দেয়নি ফয়সাল।’
নিয়মিত বার্তা আদান-প্রদানে ফয়সালের পরিবার কিছুটা স্বস্তি পেলেও ছেলের ফিরে আসা নিয়ে এখনো শঙ্কিত তাঁরা। সেতুর মা মাকসুদা আহমেদ (টলি খাতুন) আজকের পত্রিকাকে জানান, তাঁর ছেলে এখন ভালো আছেন। ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।
সেতুর বাবা ফারুক বিশ্বাস বলেন, ‘ছেলে ভালো আছে, ছেলেকে ফিরিয়ে আনতে সরকার সাহায্য করছে। আমার সঙ্গে শিপিং করপোরেশনের কর্মকর্তারা যোগাযোগ করেছেন। সরকারের পক্ষ থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
এর আগে বাঁচার আকুতি জানিয়ে জাহাজ থেকে ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ তাঁর এক পরিচিতজনের কাছে পাঠিয়েছিলেন ফয়সাল।
প্রতিবেশী দেশগুলো থেকে চাল আমদানি করা হচ্ছে। রাজধানীসহ দেশের বাজারগুলোয় বেড়েছে সেই চালের সরবরাহ। এতে স্থানীয় বাজারে গত এক সপ্তাহে চালের দাম কেজিপ্রতি ৪ টাকা পর্যন্ত কমেছে। রাজধানীর সেগুনবাগিচা, মানিকনগর, রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগেরাজশাহীতে খাদ্য বিভাগের বিভিন্ন গুদামে পচা ও নিম্নমানের চাল সরবরাহ করা হয়েছে। গত জুন ও জুলাই মাসে চালগুলো গুদামে ঢোকানো হয়েছে। এর মধ্যে সম্প্রতি দুটি গুদামে নিম্নমানের চাল থাকার বিষয়টি জানাজানি হয়। এরপর বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে। তদন্তের সময় গুদামগুলোয় সরবরাহের রেজিস্টার ও পরিদর্শন বহি..
৪ ঘণ্টা আগেঝালকাঠির রাজাপুরে একটি এতিমখানায় ব্যাপক অনিয়ম ও সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির নাম সাহিত্যিক অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন এতিমখানা। এটির অবস্থান উপজেলার উত্তর উত্তমপুর গ্রামে। কাগজ-কলমে প্রতিষ্ঠানটিতে ৩৮ জন শিশু থাকলেও বাস্তব চিত্র অন্যরকম।
৪ ঘণ্টা আগেরাজধানীর দারুসসালাম থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে টেকনিক্যাল মোড় এলাকায় এসব নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে