Ajker Patrika

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২১, ১৮: ২১
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ঘাট এলাকায় কাঁচাপণ্যের ট্রাক অধিক হারে আটকে পড়ায় কর্তৃপক্ষের নির্দেশে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। সোমবার বিকেল থেকে সকল ফেরি স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'এখন থেকে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে। কারণ ঘাট এলাকায় আটকে পড়া ট্রাকের কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দিয়েছে। এখন সব ধরনের ফেরি চলাচল করবে।'

ফেরিতে যাত্রী পারাপারের কোনো নিষেধাজ্ঞা থাকবে কিনা জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন সরাসরি উত্তর না দিয়ে বলেন, 'ফেরি সবগুলো চলবে। পণ্যবাহী ট্রাক আর যানবাহন পার করতে হবে। যাদের জরুরী প্রয়োজন তাঁরা পার হবেন।'

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে মোট ১৬ টি ফেরি রয়েছে। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফেরি চলাচল সীমিত করা হয়েছিল। তবে জরুরী যানবাহনের সাথে বিপুল সংখ্যক যাত্রী নিয়মিত পার হয়ে আসছে। এদিকে ফেরি কম সংখ্যক চলাচল করায় ঘাটে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়ে গেছে। যাতে বেশির ভাগই পচনশীল পণ্য। তাই সোমবার বিকেল থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ঘাটের এক ব্যক্তি বলেন, 'ফেরি চলাচল স্বাভাবিক করায় ঘরমুখী যাত্রীদের আর বিড়ম্বনা পোহাতে হবে না।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত