নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুধু আর্থিক বিনিয়োগ নয়, নারীর সব ধরনের প্রয়োজন মাথায় রেখে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন মানুষের জন্য ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ সোমবার সকালে এমজেএফ টাওয়ারের আলোক অডিটোরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘ইনভেস্ট ইন হার: প্রোটেক্টিং ফিউচার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শাহীন আনাম বলেন, ‘সরকারি-বেসরকারি পর্যায়ে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর মাধ্যমে নারীর অগ্রগতি নিশ্চিত করার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষমতায়ন পূর্বশর্ত বলে বিবেচিত হয়। কিন্তু নারীর ক্ষমতায়নের স্বার্থে বিনিয়োগকে শুধু আর্থিক দৃষ্টিকোণ থেকে বিচার করা ঠিক হবে না। নারীর যাপিত জীবন, স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতার মানোন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে। নারীর সামাজিক-মানসিক সুস্থতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।’
এই আয়োজনের মাধ্যমে শাহীন আনাম ফিলিস্তিনি নারীদের সঙ্গে একাত্ম ঘোষণা করেন।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। তিনি বলেন, ‘নানা ধরনের জেন্ডারভিত্তিক ও যৌন সহিংসতা নারীকে আরও প্রান্তিক করে তুলেছে। তার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। একটা মানুষের জীবনে সবচেয়ে নিরাপদ আশ্রয় তার ঘর। কিন্তু নারীর জন্য সেটিও নিরাপদ নয়। সকল সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করতে হবে প্রতিকার, প্রতিরোধ ও নির্মাণ তিনটি পর্যায়েই।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মী বলেন, ‘শহরে-গ্রামে ডে কেয়ার সেন্টারের অভাবে নারীরা কাজে অংশ নিতে পারছে না। তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে এটি একটি বড় বাধা। সব ধরনের প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার তৈরির জন্য পর্যাপ্ত বিনিয়োগ প্রয়োজন।’
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভ্রমণবিষয়ক ফেসবুক গ্রুপ ট্রাভেলেটস অফ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক। তিনি বলেন, ‘নারীর উন্নয়নের জন্য আমাদের কারও মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না। নিজ নিজ পর্যায় থেকে যতটুকু সম্ভব এগিয়ে আসতে হবে।’
আলোচনা ছাড়াও অন্যান্য আয়োজনের মধ্যে ছিল গান ও আবৃত্তি পরিবেশনা। এমজেএফ-এর সকল নারী কর্মী ও বিভিন্ন উন্নয়ন সংস্থার তরুণ নারীরা আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন এমজেএফ-এর কো-অর্ডিনেটর ওয়াসিউর রহমান তন্ময়।
শুধু আর্থিক বিনিয়োগ নয়, নারীর সব ধরনের প্রয়োজন মাথায় রেখে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন মানুষের জন্য ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ সোমবার সকালে এমজেএফ টাওয়ারের আলোক অডিটোরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘ইনভেস্ট ইন হার: প্রোটেক্টিং ফিউচার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শাহীন আনাম বলেন, ‘সরকারি-বেসরকারি পর্যায়ে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর মাধ্যমে নারীর অগ্রগতি নিশ্চিত করার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষমতায়ন পূর্বশর্ত বলে বিবেচিত হয়। কিন্তু নারীর ক্ষমতায়নের স্বার্থে বিনিয়োগকে শুধু আর্থিক দৃষ্টিকোণ থেকে বিচার করা ঠিক হবে না। নারীর যাপিত জীবন, স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতার মানোন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে। নারীর সামাজিক-মানসিক সুস্থতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।’
এই আয়োজনের মাধ্যমে শাহীন আনাম ফিলিস্তিনি নারীদের সঙ্গে একাত্ম ঘোষণা করেন।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। তিনি বলেন, ‘নানা ধরনের জেন্ডারভিত্তিক ও যৌন সহিংসতা নারীকে আরও প্রান্তিক করে তুলেছে। তার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। একটা মানুষের জীবনে সবচেয়ে নিরাপদ আশ্রয় তার ঘর। কিন্তু নারীর জন্য সেটিও নিরাপদ নয়। সকল সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করতে হবে প্রতিকার, প্রতিরোধ ও নির্মাণ তিনটি পর্যায়েই।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মী বলেন, ‘শহরে-গ্রামে ডে কেয়ার সেন্টারের অভাবে নারীরা কাজে অংশ নিতে পারছে না। তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে এটি একটি বড় বাধা। সব ধরনের প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার তৈরির জন্য পর্যাপ্ত বিনিয়োগ প্রয়োজন।’
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভ্রমণবিষয়ক ফেসবুক গ্রুপ ট্রাভেলেটস অফ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক। তিনি বলেন, ‘নারীর উন্নয়নের জন্য আমাদের কারও মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না। নিজ নিজ পর্যায় থেকে যতটুকু সম্ভব এগিয়ে আসতে হবে।’
আলোচনা ছাড়াও অন্যান্য আয়োজনের মধ্যে ছিল গান ও আবৃত্তি পরিবেশনা। এমজেএফ-এর সকল নারী কর্মী ও বিভিন্ন উন্নয়ন সংস্থার তরুণ নারীরা আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন এমজেএফ-এর কো-অর্ডিনেটর ওয়াসিউর রহমান তন্ময়।
গাইবান্ধা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হয় ২০১৪ সালে। এরপর কেটে গেছে প্রায় ১১ বছর। তবে রয়ে গেছে নানান সংকট। ২০১৮ সালে হাসপাতালটির নতুন ভবন উদ্বোধন করা হলেও জনবলসংকট ও অবকাঠামোর অভাবে সেটি আজও চালু করতে পারেনি কর্তৃপক্ষ। তারা বলছে, সংশ্লিষ্ট দপ্তরে বারবার চিঠি দিয়েও কাজ হচ্ছে না। ফলে পুরোনো ভবনে
৩ ঘণ্টা আগেআমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে ক্যারেটের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। এতে বাড়তি লোকসানের মুখে পড়েছেন আমচাষি, ব্যবসায়ী ও ভোক্তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ক্যারেট ব্যবসায়ীরা। আর নজরদারি বাড়ানোর কথা বলেছে প্রশাসন।
৩ ঘণ্টা আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা মেডিসিন ওয়ার্ডে রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সেখানে নেই পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ও শৌচাগার। বিভিন্ন কক্ষ থাকে অন্ধকার। এমন পরিবেশে দৈনিক চিকিৎসা নেন হাজারখানেক রোগী। যাঁদের একাংশের ঠাঁই হয় মেঝেতে। এমনকি চিকি
৩ ঘণ্টা আগেঢাকা মহানগরে নতুন ২১টি বাস রুটের অনুমোদন দিয়েছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি (আরটিসি)। তবে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী নতুন রুট অনুমোদনের আগে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) মতামত বা সুপারিশ নেওয়া বাধ্যতামূলক হলেও তা পুরো আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে