নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠজন জাহাঙ্গীর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উলুহারা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন এর নামেও হারুনের রশিদ বেনামে সম্পদ ক্রয় করেছেন।
ইতিমধ্যে গত ২৪ এপ্রিল জাহাঙ্গীরের নামে থাকা রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট ও মোট ১৮ কাঠার তিনটি প্লট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এই সম্পদ জাহাঙ্গীরের নামে হারুনের ক্রয় করা।
দুদক অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, জাহাঙ্গীর দেশত্যাগ করে বিদেশ পালানোর চেষ্টা করছেন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন অর রশীদের ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন আদালত। একই সঙ্গে তাঁর নামে বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাবে থাকা ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।
পাশাপাশি এদিনই তাঁর ভাই এবিএম শাহরিয়ারের ৩০ বিঘা জমি ক্রোক, ১১টি ব্যাংক হিসাব এবং তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দেন ঢাকার আদালত।
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হারুন পলাতক রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠজন জাহাঙ্গীর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উলুহারা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন এর নামেও হারুনের রশিদ বেনামে সম্পদ ক্রয় করেছেন।
ইতিমধ্যে গত ২৪ এপ্রিল জাহাঙ্গীরের নামে থাকা রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট ও মোট ১৮ কাঠার তিনটি প্লট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এই সম্পদ জাহাঙ্গীরের নামে হারুনের ক্রয় করা।
দুদক অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, জাহাঙ্গীর দেশত্যাগ করে বিদেশ পালানোর চেষ্টা করছেন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন অর রশীদের ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন আদালত। একই সঙ্গে তাঁর নামে বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাবে থাকা ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।
পাশাপাশি এদিনই তাঁর ভাই এবিএম শাহরিয়ারের ৩০ বিঘা জমি ক্রোক, ১১টি ব্যাংক হিসাব এবং তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দেন ঢাকার আদালত।
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হারুন পলাতক রয়েছেন।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের মফিজুর রহমান রোকন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাফিউন্নুর আকুঞ্জী শুভ (১৩) এক মাস ধরে নিখোঁজ। নিখোঁজ হওয়ার কিছুদিন পর তার বাবা শোয়েল আহমেদ আকুঞ্জী (সোহেল) বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
৫ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহাবুল ইসলাম সাবু নামের এক বিএনপি নেতার গুদাম থেকে ১১৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) বেলা ২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারের একটি গুদাম থেকে চালগুলো উদ্ধার করে প্রশাসন।
১ ঘণ্টা আগেবরিশালের ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা। মঙ্গলবার (৬ মে) সকালে ঝালকাঠি কেন্দ্রীয় কারাগারে উপস্থিত হয়ে বিক্ষোভ করেন কয়েক শ চাকরিপ্রত্যাশী।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় শিক্ষকের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিনকে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
১ ঘণ্টা আগে