নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পড়ে এক পরিবারের পাঁচজন নিহত ও দুজন আহত হওয়ার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ তারিখ ধার্য করেন।
আজ ভোর ৫টায় এই ঘটনায় আহত রিয়া আক্তারের মামা মোহাম্মদ আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন। আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
মামলায় ক্রেন চালক, ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির (চায়না) সংশ্লিষ্ট ব্যক্তি এবং নির্মাণাধীন কাজের নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে আসামি করা হয়। তবে কারও নাম উল্লেখ করা হয়নি।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ আগস্ট বিকেল পৌনে ৫টার দিকে বাদী উত্তরা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে অবস্থান করছিলেন। এ সময় তাঁর ভাই মনির হোসেনের একটি ফোন কল পান। ফোনে জানতে পারেন তাঁর বোনকে বহনকারী প্রাইভেটকার দুর্ঘটনায় পড়েছে। তিনি সঙ্গে সঙ্গে উত্তরা জসিমউদ্দিন প্যারাডাইস টাওয়ারের সামনে আসেন। এসে দেখতে পান তাঁর ভাগনি রিয়া এবং ভাগনি জামাই রেজাউল করিম হৃদয়কে গাড়ি থেকে লোকজন টেনে বের করেছে। বাকিরা গাড়ির মধ্যে চাপা পড়ে আছে। গাড়ির ওপরে ফ্লাইওভারের একটি গার্ডার পড়ে আছে। উপস্থিত লোকজনের কাছে তিনি পারেন ক্রেনের মাধ্যমে ওপরে ওঠানোর সময় তা কাত হয়ে নিচে পড়ে যায়। বোন ও আত্মীয়-স্বজনকে বহন করা গাড়ির ওপর এসে পড়ে গার্ডার। এতে গাড়িটি চ্যাপ্টা হয়ে যায়। গাড়ির ভেতরে থাকা আইয়ুব হোসেন রুবেল, ফাহিমা আক্তার, ঝর্ণা আক্তার, জান্নাতুল ও জাকারিয়া মারা যায়।
ক্রেনের চালক, সিজিজিসি ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার কারণেই দুই বোন, দুই ভাগনে-ভাগনি, ভাগনি জামাইয়ের বাবার মৃত্যু হয়েছে।
উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পড়ে এক পরিবারের পাঁচজন নিহত ও দুজন আহত হওয়ার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ তারিখ ধার্য করেন।
আজ ভোর ৫টায় এই ঘটনায় আহত রিয়া আক্তারের মামা মোহাম্মদ আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন। আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
মামলায় ক্রেন চালক, ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির (চায়না) সংশ্লিষ্ট ব্যক্তি এবং নির্মাণাধীন কাজের নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে আসামি করা হয়। তবে কারও নাম উল্লেখ করা হয়নি।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ আগস্ট বিকেল পৌনে ৫টার দিকে বাদী উত্তরা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে অবস্থান করছিলেন। এ সময় তাঁর ভাই মনির হোসেনের একটি ফোন কল পান। ফোনে জানতে পারেন তাঁর বোনকে বহনকারী প্রাইভেটকার দুর্ঘটনায় পড়েছে। তিনি সঙ্গে সঙ্গে উত্তরা জসিমউদ্দিন প্যারাডাইস টাওয়ারের সামনে আসেন। এসে দেখতে পান তাঁর ভাগনি রিয়া এবং ভাগনি জামাই রেজাউল করিম হৃদয়কে গাড়ি থেকে লোকজন টেনে বের করেছে। বাকিরা গাড়ির মধ্যে চাপা পড়ে আছে। গাড়ির ওপরে ফ্লাইওভারের একটি গার্ডার পড়ে আছে। উপস্থিত লোকজনের কাছে তিনি পারেন ক্রেনের মাধ্যমে ওপরে ওঠানোর সময় তা কাত হয়ে নিচে পড়ে যায়। বোন ও আত্মীয়-স্বজনকে বহন করা গাড়ির ওপর এসে পড়ে গার্ডার। এতে গাড়িটি চ্যাপ্টা হয়ে যায়। গাড়ির ভেতরে থাকা আইয়ুব হোসেন রুবেল, ফাহিমা আক্তার, ঝর্ণা আক্তার, জান্নাতুল ও জাকারিয়া মারা যায়।
ক্রেনের চালক, সিজিজিসি ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার কারণেই দুই বোন, দুই ভাগনে-ভাগনি, ভাগনি জামাইয়ের বাবার মৃত্যু হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
১ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১১ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে