Ajker Patrika

কালকিনিতে বিদ্যুতায়িত হয়ে ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৫: ২৬
কালকিনিতে বিদ্যুতায়িত হয়ে ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যু

কাজের সময় বিদ্যুতায়িত হয়ে আসফার উদ্দিন ঢালী নামে ৪০ বছর বয়সী এক ফার্নিচার ব্যবসায়ী মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত আফসার উদ্দিন ঢালী শরীয়তপুরের সদর উপজেলার দক্ষিণ চরসন্দী গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

স্থানীয়দের বরাতে এমদাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সূর্যমণি বাজারে ফার্নিচারের ব্যবসা করে আসছেন আফসার উদ্দিন ঢালী। তিনি নিজেই কর্মচারী নিয়ে ফার্নিচারের কাজ করতেন। সকালে নিজে ফার্নিচারের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে কর্মচারী এসে তাঁকে তারের সঙ্গে জড়ানো দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় খাসেরহাট পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমদাদ হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কালকিনি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত