Ajker Patrika

ঢাবির জসীমউদদীন হলে ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

ঢাবি প্রতিনিধি
ঢাবির জসীমউদদীন হলে ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসিমউদদীম হল ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমনের কক্ষ থেকে একটি রামদা ও দুটি ছুরি উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তাকিম হোসেন রিয়াদের কক্ষ থেকে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে এ দেশীয় অস্ত্র ও বোমা সদৃশ বস্তু উদ্ধার হয়। 

হলের আবাসিক শিক্ষার্থীরা জানায়, হলের শিক্ষার্থীরা উদ্যোগ নিয়ে ছাত্রলীগের নেতাদের কক্ষগুলোতে অভিযান চালায়। সেখানে কোনো ধরনের দেশীয় অস্ত্র বা নাশকতামূলক কর্মকাণ্ড করার কোনো কিছু পাওয়া যায় কিনা, দেখার জন্য। 

পরে দেশীয় অস্ত্র ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করে। এ সময় হলের আবাসিক শিক্ষকেরা ছিলেন। তবে বোমা সদৃশ দুটো বস্তুকে ‘পার্টি বোমা’ বলে জানায় পুলিশ। 

ঘটনাস্থলে আসা শাহবাগ থানার এসআই জব্বার আজকের পত্রিকাকে বলেন, ‘দেশীয় অস্ত্র পাওয়া গেছে। দুটি পার্টি বোমা পাওয়া গেছে। জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার হয় এরকম।’ 

সার্বিক বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক শাহীন খান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা হল প্রশাসনকে জানানোর পর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পুলিশের কাছে সেসব বিষয় হস্তান্তর করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত