Ajker Patrika

মালামাল পরিবহনের নামে আত্মসাৎ করে বিক্রি, গ্রেপ্তার ৪ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মালামাল পরিবহনের নামে আত্মসাৎ করে বিক্রি, গ্রেপ্তার ৪ 

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মালামাল পরিবহনের নামে আত্মসাৎ করে বিক্রি করে আসছিল একটি চক্র। মালামাল স্থানান্তরের সময় ট্রাক বা পিকআপের নম্বর প্লেট ও রং পরিবর্তন করে মালামাল অন্যত্র বিক্রি করে দিত। গতকাল শুক্রবার রাজধানীর মিরপুর পল্লবী, কেরানীগঞ্জ ও লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে এই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারেরা হলেন—মো. রাজিব হোসেন (২৪), মো. রাকিব হোসেন (৩০), শ্রী চয়ন কুমার ঘোষ (৩২) ও মো. রেজাউল করিম (৪৫)। এ সময় তাদের কাছ থেকে মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও হাতিয়ে নেওয়া ৬৫টি ব্যাটারি জব্দ করেছে। 

আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিক সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। 

তিনি বলেন, সম্প্রতি একটি চক্র রাজধানীসহ সারা দেশে বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ট্রাকে খাদ্যশস্য, ব্যাটারি বা বাসা পরিবর্তনের মালামাল পরিবহনের জন্য মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে। পরে মালিকের কাছ থেকে মাল বুঝে নিয়ে গন্তব্যে পৌঁছে না দিয়ে বিক্রি করে দিত। চক্রের সদস্যরা নিজেদের আড়াল করতে মালামাল পরিবহনের সময় গাড়ির ভুয়া কাগজপত্র ও ভুয়া নম্বর প্লেট ব্যবহার করত। কাজ শেষে গাড়ির রং ও নম্বর পরিবর্তন করে অন্য আরেকটি টার্গেট করত। 

হারুন অর রশীদ বলেন, গত ১ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গার এক ব্যবসায়ী ৩৫৫টি ব্যাটারি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার সুমন ইন্টারপ্রাইজের উদ্দেশ্যে একটি ভাড়া ট্রাকে পাঠান। তার কর্মচারী বিষ্ণু বিশ্বাসকেও সঙ্গে পাঠান। সাড়ে ১৫ হাজার টাকা ভাড়ায় পণ্য পৌঁছে দেওয়ার চুক্তি হয়। ট্রাকটি খুলনা থেকে ঢাকায় আসার পর চক্রটি কৌশলে কর্মচারী বিষ্ণুকে নামিয়ে দেয়। এরপর নিজেদের গন্তব্যে চলে যায়। তারা রাজধানীর বিভিন্ন মার্কেটে ৩৫৫টি ব্যাটারির মধ্যে ২৯০টি বিক্রি করে দেয়। 

ডিবি প্রধান বলেন, চক্রের সদস্যরা বিভিন্ন মার্কেটে আত্মসাৎ করা চোরাই পণ্য বিক্রি করত। তারা প্রতিটি কাজ শেষ করে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটির নম্বর ও রং পরিবর্তন করে ফেলত। চক্রের বেশ কিছু নাম নম্বর পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত