ফারুক ছিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়
নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের এমবিবিএসের এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান সোহাগের বিরুদ্ধে (২৭)। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীর ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ারও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী ধানমন্ডি থানায় তাঁর নামে মামলা করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, অভিযুক্ত ছাত্রলীগ নেতা নাহিদুর রহমান সোহাগ একই মেডিকেলের এমবিবিএস ৪র্থ বর্ষের শিক্ষার্থী। একই মেডিকেলে পড়াশোনা করার সুবাদে ওই ছাত্রীর সঙ্গে সোহাগের পরিচয় হয়। গত ১০ অক্টোবর দুপুরে সোহাগ ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক করাসহ কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভুক্তভোগী ছাত্রীর ক্যারিয়ার ধ্বংস ও সংসার ভেঙে দেওয়ার হুমকি দেন সোহাগ। এ ছাড়া বিভিন্নভাবে ওই ছাত্রীকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানার জন্য নাহিদুর রহমান সোহাগকে ফোন দেওয়া হলে তাঁর ব্যবহৃত তিনটি নম্বরই বন্ধ পাওয়া গেছে।
ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, `আমরা মামলাটি গ্রহণ করেছি। বর্তমানে সেটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে সার্বিক যাচাই বাছাই করছি। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'
এ বিষয়ে সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগের সভাপতি ডা. মিজানুর রহমান সুমন বলেন, আমার কাছে বিষয়টি সম্পর্কে স্পষ্ট কোন ধারণা নেই। তবে বিষয়টি আমি শুনেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে যদি বিষয়টি প্রমাণিত হয়, তাহলে আমরা কেন্দ্রীয় সংগঠনকে অবহিত করব। কেন্দ্রীয় সংগঠন যথাযথ ব্যবস্থা নিবে।
নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের এমবিবিএসের এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান সোহাগের বিরুদ্ধে (২৭)। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীর ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ারও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী ধানমন্ডি থানায় তাঁর নামে মামলা করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, অভিযুক্ত ছাত্রলীগ নেতা নাহিদুর রহমান সোহাগ একই মেডিকেলের এমবিবিএস ৪র্থ বর্ষের শিক্ষার্থী। একই মেডিকেলে পড়াশোনা করার সুবাদে ওই ছাত্রীর সঙ্গে সোহাগের পরিচয় হয়। গত ১০ অক্টোবর দুপুরে সোহাগ ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক করাসহ কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভুক্তভোগী ছাত্রীর ক্যারিয়ার ধ্বংস ও সংসার ভেঙে দেওয়ার হুমকি দেন সোহাগ। এ ছাড়া বিভিন্নভাবে ওই ছাত্রীকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানার জন্য নাহিদুর রহমান সোহাগকে ফোন দেওয়া হলে তাঁর ব্যবহৃত তিনটি নম্বরই বন্ধ পাওয়া গেছে।
ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, `আমরা মামলাটি গ্রহণ করেছি। বর্তমানে সেটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে সার্বিক যাচাই বাছাই করছি। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'
এ বিষয়ে সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগের সভাপতি ডা. মিজানুর রহমান সুমন বলেন, আমার কাছে বিষয়টি সম্পর্কে স্পষ্ট কোন ধারণা নেই। তবে বিষয়টি আমি শুনেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে যদি বিষয়টি প্রমাণিত হয়, তাহলে আমরা কেন্দ্রীয় সংগঠনকে অবহিত করব। কেন্দ্রীয় সংগঠন যথাযথ ব্যবস্থা নিবে।
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩ ঘণ্টা আগে