Ajker Patrika

হরিরামপুরে জাতীয় শোক দিবসে নানা আয়োজন

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)
হরিরামপুরে জাতীয় শোক দিবসে নানা আয়োজন

মানিকগঞ্জ হরিরামপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এরপর সকাল সাড়ে ৯টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।

এ সময় উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, শোক দিবস যেন আনন্দ দিবস পালন না করা হয়। ১৫ আগস্টে কোন চাঁদাবাজি না করা হয়, শিশুরা যেন শোক দিবসকে আনন্দ দিবসে পরিণত না করে সেদিকে নজর রাখার অনুরোধ জানান।

সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন, অথচ অনেকে উন্নয়ন বাধাগ্রস্ত করছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা গেলে তাঁর আত্মাও শান্তি পাবে। শোক দিবসকে শোকের মধ্যে রাখব। শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। 

আলোচনা সভা শেষে অনলাইনে কবিতা, সংগীত আর বঙ্গবন্ধুর বক্তৃতা সম্পর্কে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শোক দিবসে বৃক্ষও রোপণ করা হয়েছে। এ ছাড়া উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে ২ জনকে চেক বিতরণ ও করা হয়। 

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার, প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেনসহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাজহারুল হক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত