Ajker Patrika

লকডাউন বাড়ল ১৬ মে পর্যন্ত, অভ্যন্তরীণ রুটে গণপরিবহন চলবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৩ মে ২০২১, ১৫: ৫৪
লকডাউন বাড়ল ১৬ মে পর্যন্ত, অভ্যন্তরীণ রুটে গণপরিবহন চলবে

ঢাকা: চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। লকডাউনের মধ্যে আন্তঃজেলা গণপরিবহন, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে। তবে ৬ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে জেলার মধ্যে গণপরিবহন চলবে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, গতকাল রোববার স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হয়েছে। তাঁদের সুপারিশের ভিত্তিতে মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে আজ থেকে পুলিশ, সিটি করপোরেশন, ম্যাজিস্ট্রেট ও প্রশাসন দেশের প্রত্যেকটি মার্কেট সুপারভাইজ করবে। কোনো মার্কেটে মাস্ক ছাড়া লোকজন ঘোরাফেরা করলে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেব। দোকান মালিক সমিতি আমাদের সহযোগিতা করবে বলে জানিয়েছে।

কোনো জেলার গণপরিবহন শুধু ওই জেলার মধ্যে চলতে পারবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেমন ঢাকার বাস শুধু ঢাকার মধ্যে চলাচল করবে। গণপরিবহনের মালিকরা আমাদের কথা দিয়েছেন, কোনোভাবেই গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হবে না। গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানলে বন্ধ করে দেওয়া হবে। সেই নির্দেশও দেওয়া আছে।

সরকারি ছুটির বিষয়ে সচিব আনোয়ারুল ইসলাম বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো ছুটি দেওয়া যাবে না। ঈদের ছুটি তিন দিনের মধ্যে দুই দিনই পড়েছে শুক্র-শনিবার। শিল্প কারখানাগুলো এই সময়ে বন্ধ দিতে পারবে না। সরকারি অফিস এখন যেভাবে চলছে সেভাবেই চলবে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত