ঢাবি প্রতিনিধি
চলতি বছরের জুলাই মাসে হল সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির প্রথম কার্যনির্বাহী সভায় এ নিয়ে আলোচনা হয়।
সৈকত বলেন, ‘হল সম্মেলন করার বিষয়ে আমাদের আলোচনা চলছে। আগস্ট মাসে আমাদের বড় প্রোগ্রাম রয়েছে। এর আগে হল সম্মেলন ও কমিটির কাজ শেষ করতে চাই।’
কার্যনির্বাহী সভায় উপস্থিত থাকা শাখা ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম কার্যনির্বাহী সভায় হল সম্মেলনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থী যে বাসে যাতায়াত করে সেই বাসগুলোতেও সমন্বয় টিম করা, আইটি সেক্টরের কাজ করা, বিভিন্ন কর্মশালা করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাদের বিভিন্ন হল, অনুষদ, ইনস্টিটিউট ও বিভাগের দায়িত্বও বণ্টন করার বিষয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভবিষ্যৎ কর্মপন্থা কী হবে, তা নিয়ে সকলের কাছে মতামত চাওয়া হয়।
সার্বিক বিষয়ে জানতে চাইলে সৈকত বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিকে যুগোপযোগী, শিক্ষার্থীদের একাডেমিক জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, মেধাভিত্তিক, সৃজনশীল ও আকর্ষণীয় করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সেখানে বেশ কিছু প্রস্তাবনা এসেছে, আমরাও কিছু পরিকল্পনা নিয়েছি। এর মধ্যে অন্যতম—হল শাখা ছাত্রলীগের নেতাদের দায়িত্ব বণ্টন করা, যেটা আগে কখনো হয়নি। পাশাপাশি জুলাই মাসে সব হলের সম্মেলন করার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগস্ট মাসের প্রোগ্রামের আগে হল কমিটি করার পরিকল্পনা রয়েছে।’
উল্লেখ্য, ২০২২ সালের ৩০ জানুয়ারি ঢাবি হল শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। হল সম্মেলনের ১ মাস পরে ২ ফেব্রুয়ারি হল কমিটি ঘোষণা করা হয়। ১ বছরের জন্য ঘোষিত এ কমিটির মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে হলে কোনো কমিটি নেই।
চলতি বছরের জুলাই মাসে হল সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির প্রথম কার্যনির্বাহী সভায় এ নিয়ে আলোচনা হয়।
সৈকত বলেন, ‘হল সম্মেলন করার বিষয়ে আমাদের আলোচনা চলছে। আগস্ট মাসে আমাদের বড় প্রোগ্রাম রয়েছে। এর আগে হল সম্মেলন ও কমিটির কাজ শেষ করতে চাই।’
কার্যনির্বাহী সভায় উপস্থিত থাকা শাখা ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম কার্যনির্বাহী সভায় হল সম্মেলনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থী যে বাসে যাতায়াত করে সেই বাসগুলোতেও সমন্বয় টিম করা, আইটি সেক্টরের কাজ করা, বিভিন্ন কর্মশালা করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাদের বিভিন্ন হল, অনুষদ, ইনস্টিটিউট ও বিভাগের দায়িত্বও বণ্টন করার বিষয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভবিষ্যৎ কর্মপন্থা কী হবে, তা নিয়ে সকলের কাছে মতামত চাওয়া হয়।
সার্বিক বিষয়ে জানতে চাইলে সৈকত বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিকে যুগোপযোগী, শিক্ষার্থীদের একাডেমিক জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, মেধাভিত্তিক, সৃজনশীল ও আকর্ষণীয় করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সেখানে বেশ কিছু প্রস্তাবনা এসেছে, আমরাও কিছু পরিকল্পনা নিয়েছি। এর মধ্যে অন্যতম—হল শাখা ছাত্রলীগের নেতাদের দায়িত্ব বণ্টন করা, যেটা আগে কখনো হয়নি। পাশাপাশি জুলাই মাসে সব হলের সম্মেলন করার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগস্ট মাসের প্রোগ্রামের আগে হল কমিটি করার পরিকল্পনা রয়েছে।’
উল্লেখ্য, ২০২২ সালের ৩০ জানুয়ারি ঢাবি হল শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। হল সম্মেলনের ১ মাস পরে ২ ফেব্রুয়ারি হল কমিটি ঘোষণা করা হয়। ১ বছরের জন্য ঘোষিত এ কমিটির মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে হলে কোনো কমিটি নেই।
আক্কেলপুরে ছাত্র আন্দোলনে হামলার দুই মামলায় আব্দুর রহিম ওরফে স্বাধীন মাস্টার (৫৩) নামের এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিত্তে আজ বৃহস্পতিবার আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে তাঁকে প্রেপ্তার করা হয়। পরে তাঁকে জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়।
৯ মিনিট আগেপ্রাধান্যপ্রাপ্ত বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাত থাকবে আমার অগ্রাধিকারে। বিশেষ করে, পরিবেশ ও পর্যটনে বাড়তি নজর দেব। সিলেট হচ্ছে আমাদের প্রকৃতিকন্যা। প্রকৃতিকন্যাকে প্রকৃতির মতোই রাখতে হবে।
৪৩ মিনিট আগেস্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে নাম উল্লেখ করা ৪২ জনের মধ্যে ৪১ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মচারী। অপরজন হাসপাতাল এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী।
১ ঘণ্টা আগেরাজবাড়ীর বালিয়াকান্দি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালিয়াকান্দি বাজার ও আশপাশে এলাকায় সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী দুজন ব্যবসায়ীকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা
১ ঘণ্টা আগে