Ajker Patrika

জুলাইয়ে হল সম্মেলন করবে ঢাবি ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
জুলাইয়ে হল সম্মেলন করবে ঢাবি ছাত্রলীগ

চলতি বছরের জুলাই মাসে হল সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির প্রথম কার্যনির্বাহী সভায় এ নিয়ে আলোচনা হয়। 

সৈকত বলেন, ‘হল সম্মেলন করার বিষয়ে আমাদের আলোচনা চলছে। আগস্ট মাসে আমাদের বড় প্রোগ্রাম রয়েছে। এর আগে হল সম্মেলন ও কমিটির কাজ শেষ করতে চাই।’ 

কার্যনির্বাহী সভায় উপস্থিত থাকা শাখা ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম কার্যনির্বাহী সভায় হল সম্মেলনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থী যে বাসে যাতায়াত করে সেই বাসগুলোতেও সমন্বয় টিম করা, আইটি সেক্টরের কাজ করা, বিভিন্ন কর্মশালা করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাদের বিভিন্ন হল, অনুষদ, ইনস্টিটিউট ও বিভাগের দায়িত্বও বণ্টন করার বিষয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভবিষ্যৎ কর্মপন্থা কী হবে, তা নিয়ে সকলের কাছে মতামত চাওয়া হয়। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে সৈকত বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিকে যুগোপযোগী, শিক্ষার্থীদের একাডেমিক জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, মেধাভিত্তিক, সৃজনশীল ও আকর্ষণীয় করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সেখানে বেশ কিছু প্রস্তাবনা এসেছে, আমরাও কিছু পরিকল্পনা নিয়েছি। এর মধ্যে অন্যতম—হল শাখা ছাত্রলীগের নেতাদের দায়িত্ব বণ্টন করা, যেটা আগে কখনো হয়নি। পাশাপাশি জুলাই মাসে সব হলের সম্মেলন করার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগস্ট মাসের প্রোগ্রামের আগে হল কমিটি করার পরিকল্পনা রয়েছে।’ 

উল্লেখ্য, ২০২২ সালের ৩০ জানুয়ারি ঢাবি হল শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। হল সম্মেলনের ১ মাস পরে ২ ফেব্রুয়ারি হল কমিটি ঘোষণা করা হয়। ১ বছরের জন্য ঘোষিত এ কমিটির মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে হলে কোনো কমিটি নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত