ঢামেক প্রতিবেদক
রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রিবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে মারা যান নোমান (২১)। আর পাভেলকে পথচারীরা আল-রাজি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠায়। এই ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনশ্রী ইন্টেলিজেন্সি স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন দুজন৷ এ সময় একটি অটোরিকশা চাপা দিলে মোটরসাইকেলটি যাত্রীবাহী মিয়ামী এয়ারকন বাসের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নোমান নামের ওই যুবক মারা যান। আর পাভেলকে পথচারীরা উদ্ধার করে আল–রাজি হাসপাতালে নিয়ে গেলে মারা যান।
ওসি আরও জানান, ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হয়। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালে মৃত পাভেলের মামা তৈয়বুর রহমান জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মজিনা নদীর পাড় এলাকায়। পাভেলের বাবার নাম মো. মামুন মিয়া। পাভেল আগে পড়াশোনা করলেও বর্তমানে বেকার ছিলেন। সকালে তাঁর বন্ধু নোমানের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। দুপুরে মামা তৈয়বুর রহমান জানতে পারেন তাঁরা দুজন দুর্ঘটনার শিকার হয়েছেন।
এদিকে মৃত নোমানের মামা আব্দুল হামিদ জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবাসপুর গ্রামে। নোমানের বাবার নাম নুর ইসলাম। নোমান মুড়াপাড়া ডিগ্রি কলেজে প্রথম বর্ষে পড়তেন। সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনা শিকার হন।
রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রিবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে মারা যান নোমান (২১)। আর পাভেলকে পথচারীরা আল-রাজি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠায়। এই ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনশ্রী ইন্টেলিজেন্সি স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন দুজন৷ এ সময় একটি অটোরিকশা চাপা দিলে মোটরসাইকেলটি যাত্রীবাহী মিয়ামী এয়ারকন বাসের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নোমান নামের ওই যুবক মারা যান। আর পাভেলকে পথচারীরা উদ্ধার করে আল–রাজি হাসপাতালে নিয়ে গেলে মারা যান।
ওসি আরও জানান, ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হয়। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালে মৃত পাভেলের মামা তৈয়বুর রহমান জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মজিনা নদীর পাড় এলাকায়। পাভেলের বাবার নাম মো. মামুন মিয়া। পাভেল আগে পড়াশোনা করলেও বর্তমানে বেকার ছিলেন। সকালে তাঁর বন্ধু নোমানের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। দুপুরে মামা তৈয়বুর রহমান জানতে পারেন তাঁরা দুজন দুর্ঘটনার শিকার হয়েছেন।
এদিকে মৃত নোমানের মামা আব্দুল হামিদ জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবাসপুর গ্রামে। নোমানের বাবার নাম নুর ইসলাম। নোমান মুড়াপাড়া ডিগ্রি কলেজে প্রথম বর্ষে পড়তেন। সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনা শিকার হন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৬ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৬ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে