নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান।
আজ মঙ্গলবার সংস্থার মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে এই আবেদন করেন তিনি। মেয়র দেশে না থাকার কারণে আবেদনের বিষয়টি মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরদিন ৬ আগস্ট থেকেই ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের বিরুদ্ধে আন্দোলনে নামেন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা। নানা দুর্নীতি, অনিয়ম, অদক্ষতা, অযোগ্যতা ও অসহযোগিতার কারণে করপোরেশনের উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পড়ার অভিযোগ এনে আন্দোলনে নামেন তাঁরা। এই সময়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী অফিসেও আসেননি। টানা ছয় দিন আন্দোলনের মুখে অবশেষে স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করলেন।
অবসরের বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করেছি। বিষয়টি যেহেতু জরুরি, তাই মেয়র দেশে না থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজই মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।’
এদিকে কয়েক শ কর্মকর্তা ও কর্মচারীরা আজ সকাল সাড়ে ৯টা থেকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের দোতলায় সংস্থার প্রধান নির্বাহীর দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে অপসারণ করতে তাঁরা প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিখিত চিঠি দিয়ে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন।
কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান।
আজ মঙ্গলবার সংস্থার মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে এই আবেদন করেন তিনি। মেয়র দেশে না থাকার কারণে আবেদনের বিষয়টি মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরদিন ৬ আগস্ট থেকেই ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের বিরুদ্ধে আন্দোলনে নামেন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা। নানা দুর্নীতি, অনিয়ম, অদক্ষতা, অযোগ্যতা ও অসহযোগিতার কারণে করপোরেশনের উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পড়ার অভিযোগ এনে আন্দোলনে নামেন তাঁরা। এই সময়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী অফিসেও আসেননি। টানা ছয় দিন আন্দোলনের মুখে অবশেষে স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করলেন।
অবসরের বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করেছি। বিষয়টি যেহেতু জরুরি, তাই মেয়র দেশে না থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজই মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।’
এদিকে কয়েক শ কর্মকর্তা ও কর্মচারীরা আজ সকাল সাড়ে ৯টা থেকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের দোতলায় সংস্থার প্রধান নির্বাহীর দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে অপসারণ করতে তাঁরা প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিখিত চিঠি দিয়ে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২০ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৫ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩০ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে