Ajker Patrika

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৭: ৫৭
সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা দুই মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে শুনানি আবারও পিছিয়ে ৮ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার দুটি পৃথক আদালত এই তারিখ ধার্য করেন। 

ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক ফয়সাল আতিক বিন কাদের অস্ত্র মামলার তারিখ ধার্য করেন। অন্যদিকে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের মাদক মামলার তারিখ ধার্য করেন। 

আজ দুই মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট আদালতে উপস্থিত ছিলেন। তাঁর আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা অভিযোগ গঠন বিষয়ে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। দুই আদালতের বিচারক পৃথকভাবে সময় মঞ্জুর করেন। 

এই দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি গত বছর ২৭ নভেম্বর ধার্য ছিল। ওই দিনও সম্রাটের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। 

২০১৯ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সম্রাটের নাম আসে। এর পর থেকেই তাঁকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। অভিযান শুরুর পর হাইপ্রোফাইল কয়েকজনকে গ্রেপ্তার করা হলে সম্রাট আত্মগোপন করেন। এসবের মধ্যে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে র‍্যাব। ঢাকায় এনে তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। 

ওই দিন বেলা ২টার দিকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বাহিনীটির একটি দল কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে সম্রাটের কার্যালয়ে অভিযান শুরু করে। এ সময় তাঁর কার্যালয়ে অবৈধ পশুর চামড়া, পিস্তল এবং অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়। কার্যালয়ে অবৈধভাবে পশুর চামড়া রাখার দায়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

পর দিন র‍্যাবের ডিএডি আব্দুল খালেক অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করেন। 

এ ঘটনার পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে সব মামলায় সম্রাট জামিনে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত