Ajker Patrika

শীতলক্ষ্যায় নিখোঁজ সেই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৬: ০৬
শীতলক্ষ্যায় নিখোঁজ সেই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পোড়াব এলাকার নদীসংলগ্ন স্লুইস ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম সালওয়া সাঈদ ওশানা (১২)। সে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের পোড়াব এলাকার আবু সাঈদের মেয়ে। সে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। 

গত বুধবার বিকেলে শীতলক্ষ্যায় পাথরবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি হলে নিখোঁজ হয় সে। ওই দিনই তার বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর এ ঘটনায় বাল্কহেডের চালক, সুকানিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ন-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এমভি ওমর সাদিয়া বাল্কহেডের সুকানি শরাফত হোসেন, লস্কর সোহান, চালক শফিকুল ইসলাম ও মিরাজ মৃধা। বাল্কহেডটি জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহাবুব হোসেন বলেন, সকালে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলে আমরা চার আসামিকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করি। আইনি প্রক্রিয়া শেষে মেয়েটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওশানার মামা লিখন মিয়া বলেন, ঘোড়াশালগামী পাথরবোঝাই বাল্কহেডের ধাক্কায় পারাপারের সময় নৌকাটি ডুবে যায়। তাতে নৌকা থেকে নদীতে পড়ে যাওয়া অন্য ৯ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যায় ওশানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত