নিজস্ব প্রতিবেদক

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের কার্যনির্বাহী সংসদ পুনরায় বিন্যস্ত করা হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট এই সংসদে সারওয়ার আলীকে সভাপতি করা হয়েছে। তিনি আগে সংসদের নির্বাহী সভাপতি ছিলেন।
ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের প্রয়াণের পর গতকাল শুক্রবার প্রথম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ শনিবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল অনুষ্ঠিত সভায় নির্বাহী সভাপতি সারওয়ার আলীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। নুরুন্নাহার আবেদীন ও সন্জীদা খাতুনের প্রয়াণের পর ছায়ানটের ট্রাস্টি বোর্ড তাঁদের শূন্যপদে সাঈদা কামাল ও রুচিরা তাবাস্সুম নভেদকে ট্রাস্টি নির্বাচন করেছে।
ছায়ানটের কার্যনির্বাহী সংসদে বর্তমানে সহসভাপতি পদে রয়েছেন খায়রুল আনম শাকিল ও পার্থ তানভীর নভেদ; সাধারণ সম্পাদক হিসেবে আছেন লাইসা আহমদ লিসা।
এ ছাড়া জয়ন্ত রায় ও তানিয়া মান্নান যুগ্ম সম্পাদক এবং নাসেহুন আমীন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
সদস্য হিসেবে রয়েছেন মফিদুল হক, শ্যামলী নাসরিন চৌধুরী, নাহাস খলিল, আমিনুল কাওসার দীপু, সাহানা আক্তার রহমান পাপড়ি, মাসুদা নার্গিস আনাম কল্পনা, জুবায়ের ইউসুফ, গৌতম সরকার, জেসমিন বুলি ও সেমন্তী মঞ্জরী।
ছায়ানটের গতকালের বার্ষিক সভায় বাঙালি জাতিসত্তাকে হৃদয়ে ধারণ করে সহিষ্ণু সম্প্রীতির সমাজ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়। গুরুত্ব আরোপ করা হয় আবহমান বাংলা গানের নিখুঁতরূপ চর্চায় গতিবেগ সঞ্চার ও বিস্তৃতির ওপর।
এ ছাড়া সভায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ইরান-ইসরায়েল সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের কার্যনির্বাহী সংসদ পুনরায় বিন্যস্ত করা হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট এই সংসদে সারওয়ার আলীকে সভাপতি করা হয়েছে। তিনি আগে সংসদের নির্বাহী সভাপতি ছিলেন।
ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের প্রয়াণের পর গতকাল শুক্রবার প্রথম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ শনিবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল অনুষ্ঠিত সভায় নির্বাহী সভাপতি সারওয়ার আলীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। নুরুন্নাহার আবেদীন ও সন্জীদা খাতুনের প্রয়াণের পর ছায়ানটের ট্রাস্টি বোর্ড তাঁদের শূন্যপদে সাঈদা কামাল ও রুচিরা তাবাস্সুম নভেদকে ট্রাস্টি নির্বাচন করেছে।
ছায়ানটের কার্যনির্বাহী সংসদে বর্তমানে সহসভাপতি পদে রয়েছেন খায়রুল আনম শাকিল ও পার্থ তানভীর নভেদ; সাধারণ সম্পাদক হিসেবে আছেন লাইসা আহমদ লিসা।
এ ছাড়া জয়ন্ত রায় ও তানিয়া মান্নান যুগ্ম সম্পাদক এবং নাসেহুন আমীন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
সদস্য হিসেবে রয়েছেন মফিদুল হক, শ্যামলী নাসরিন চৌধুরী, নাহাস খলিল, আমিনুল কাওসার দীপু, সাহানা আক্তার রহমান পাপড়ি, মাসুদা নার্গিস আনাম কল্পনা, জুবায়ের ইউসুফ, গৌতম সরকার, জেসমিন বুলি ও সেমন্তী মঞ্জরী।
ছায়ানটের গতকালের বার্ষিক সভায় বাঙালি জাতিসত্তাকে হৃদয়ে ধারণ করে সহিষ্ণু সম্প্রীতির সমাজ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়। গুরুত্ব আরোপ করা হয় আবহমান বাংলা গানের নিখুঁতরূপ চর্চায় গতিবেগ সঞ্চার ও বিস্তৃতির ওপর।
এ ছাড়া সভায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ইরান-ইসরায়েল সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

লালমনিরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়াধীন থাকা দুটি সড়ক দখলের অভিযোগ উঠেছে। তাঁরা সেখানে কর্তৃপক্ষের অনুমতি ও কার্যাদেশ ছাড়াই কাজ শুরু করেছেন। সেই সঙ্গে কাজ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদারদের তা ছেড়ে দিতে হুমকি দিচ্ছেন।
৬ ঘণ্টা আগে
দীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সংযোগকারী মওলানা ভাসানী সেতু আজ বুধবার দুপুরে উদ্বোধন হচ্ছে। তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার। সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাটের সঙ্গে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সড়ক যোগাযোগে নতুন দুয়ার উন্মোচন হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে রাজশাহীর নিম্ন আয়ের মানুষ। চারদিক থেকে অভাব-অনটনে ঘিরে ধরা মানুষগুলো বাঁচার আশায় ঋণ নিচ্ছেন। কেউ চড়া সুদে নিচ্ছেন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে, কেউ সুদের কারবারি কিংবা আত্মীয়স্বজনের কাছ থেকে। একসময় এই ঋণই অনেকের বোঝায় পরিণত হচ্ছে, যা তাঁদের ঠেলে দিচ্ছে হতাশা আর মৃত্যুর দিকে।
৭ ঘণ্টা আগে
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুরের মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুর রহমান চৌধুরী লালাবাজার ইউনিয়ন...
৭ ঘণ্টা আগে