Ajker Patrika

সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে ২ শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে ২ শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন গুরুতর অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ বুধবার বিকেলে উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে নামার পর এ ঘটনা ঘটে। দুই শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন। 

নিহত শ্রমিকেরা হলেন—কুড়িগ্রামের উলিপুরের মোস্তাকপুর এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে শাহীন (২৬) ও একই জেলার রাজারহাটের নাজিম খাঁ এলাকার মাহবুব হাসান (২৪)। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মো. মহসিন নামের এক শ্রমিক। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য শাহীন ও মাহবুব ভেতরে নামেন। সেপটিক ট্যাংকটির ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় বিষক্রিয়ায় ট্যাংকের ভেতরেই দম বন্ধ হয়ে তাঁরা মারা যান। এ সময় তাদের উদ্ধার করতে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন মহসিন। এ সময় তিনিও অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংকটির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। 

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন আজকের পত্রিকাকে, ‘কালিয়াকৈরে সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় দুজন শ্রমিক মারা গেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তাদের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত