নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আয়নাঘরে ১ বছর ৬ মাস ১৪ দিন গুম করে রাখার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ করেন তিনি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়।
ট্রাইব্যুনালের অভিযোগ দায়েরের পর হাসিনুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমি দুবার গুম হয়েছিলাম। প্রথমবার চাকরিতে থাকাবস্থায়। দ্বিতীয়বার গুম হই ২০১৮ সালের ৮ আগস্ট। আমার ভারতবিরোধী মনোভাব ছিল। ২০০৮ সালে আমাকে বলা হয় “র”–এর (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) সঙ্গে কাজ করার জন্য। আমি অনীহা প্রকাশ করি। ভারতকে আমি শত্রু মনে করি। এটাই আমার দেশপ্রেম। রাউজনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর অনৈতিক প্রস্তাবে আমি রাজি হইনি। এই দুটোই ছিল আমাকে গুম করার মূল কারণ।’
আয়নাঘরে নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘ওখানে অনেকে মারা গেছে গরমে, ভয়ে ও আতঙ্কে। প্রতিদিন ওখানে চিৎকার হয়েছে, কান্নাকাটি হয়েছে। আমাকে জঙ্গি তকমাও দেওয়া হয়েছে। জঙ্গি সেলে রেখে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। আমি এসেছি ন্যায়বিচারের জন্য, ক্ষতিপূরণের জন্য।’ গত জুলাই মাসে ডিজিএফআইয়ের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তা আন্দোলনে হতাহতদের জন্য ব্যয় করার অনুরোধ জানান তিনি।
আয়নাঘরে ১ বছর ৬ মাস ১৪ দিন গুম করে রাখার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ করেন তিনি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়।
ট্রাইব্যুনালের অভিযোগ দায়েরের পর হাসিনুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমি দুবার গুম হয়েছিলাম। প্রথমবার চাকরিতে থাকাবস্থায়। দ্বিতীয়বার গুম হই ২০১৮ সালের ৮ আগস্ট। আমার ভারতবিরোধী মনোভাব ছিল। ২০০৮ সালে আমাকে বলা হয় “র”–এর (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) সঙ্গে কাজ করার জন্য। আমি অনীহা প্রকাশ করি। ভারতকে আমি শত্রু মনে করি। এটাই আমার দেশপ্রেম। রাউজনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর অনৈতিক প্রস্তাবে আমি রাজি হইনি। এই দুটোই ছিল আমাকে গুম করার মূল কারণ।’
আয়নাঘরে নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘ওখানে অনেকে মারা গেছে গরমে, ভয়ে ও আতঙ্কে। প্রতিদিন ওখানে চিৎকার হয়েছে, কান্নাকাটি হয়েছে। আমাকে জঙ্গি তকমাও দেওয়া হয়েছে। জঙ্গি সেলে রেখে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। আমি এসেছি ন্যায়বিচারের জন্য, ক্ষতিপূরণের জন্য।’ গত জুলাই মাসে ডিজিএফআইয়ের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তা আন্দোলনে হতাহতদের জন্য ব্যয় করার অনুরোধ জানান তিনি।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৬ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১৩ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৭ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪০ মিনিট আগে