Ajker Patrika

রিমান্ড শেষে গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ২০: ৩৩
রিমান্ড শেষে গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর কারাগারে

গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মেদ এ আদেশ দেন। 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় মশিউর রহমানকে এক দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই খান মনিরুজ্জামান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বৃহস্পতিবার মশিউরকে এক দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। 

এর আগে গত বুধবার বিকেলে হাতিরঝিলের মহানগর প্রজেক্টের ২ নম্বর গেট থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতা করে ২০২১ সালের ২৫ মার্চ মতিঝিল এলাকায় মিছিল-সমাবেশ করে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা। তাঁরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। যানবাহন ভাঙচুর করেন, পুলিশের কর্তব্য কাজে বাধা দেন এবং পুলিশকে মারধর করেন বলে ওই সময় অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ২০২১ সালের ২৭ মার্চ মতিঝিল থানায় মামলা দায়ের করে পুলিশ। মশিউরকে আটক করার পর এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

এ মামলায় গত মঙ্গলবার এক দিনের রিমান্ড শেষে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত