Ajker Patrika

পৌনে ২ ঘণ্টায় ১ ভোট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪: ৩৪
পৌনে ২ ঘণ্টায় ১ ভোট 

ঢাকা ১৭ আসনে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে পাঁচটি কেন্দ্র। এর মধ্যে ৬৭ নম্বর কেন্দ্রটি নারীদের। 

এখানে মোট ভোটার ৩ হাজার ১৩৬ জন। এই কেন্দ্রর ছয়টি বুথের মধ্যে পৌনে ১০টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র একটি। বাকি পাঁচটি বুথে কোনো ভোটই পড়েনি। আর নৌকা ছাড়া অন্য কোনো প্রতীকের এজেন্টও দেখা যায়নি এই কেন্দ্রে।

ভোট কম পড়ার কারণ জানতে চাইলে ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. এ আরাফাত গণমাধ্যমকে বলেন, ‘গুলশান এলাকার লোকজন সচরাচর একটু দেরিতে ভোটকেন্দ্রে আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।’

এর আগে নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, ঢাকা অভিজাত এলাকা, তাই সাজুগুজু করে কেন্দ্রে আসতে দেরি হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত