মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এ জেড এম সাখাওয়াত হোসেন (৬৭) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার ঢাকা–আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চিকিৎসক মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান। তিনি মাদারীপুর জেলার সদর উপজেলার বাসিন্দা এবং ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করতেন।
মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সার্জারি বিভাগের প্রধান এ জেড এম সাখাওয়াত হোসেন আজ (সোমবার) সকালে রাজধানীর ধানমন্ডি বাসভবন থেকে ব্যক্তিগত প্রাইভেটকার চালিয়ে কর্মস্থল মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আসছিলেন।
গাড়িটি ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন চিকিৎসক এ জেড এম সাখাওয়াত হোসেন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার এভার কেয়ার হাসপাতালে পাঠানো হলে বেলা দেড়টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে জেনেছি ঢাকায় নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। বিষয়টি গোলড়া হাইওয়ে পুলিশ দেখছেন।’
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে দ্রুত গিয়ে ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়। পরে বাস–প্রাইভেটকার দুটি থানায় আনা হয়েছে।’ এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হবে বলে জানান তিনি।
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এ জেড এম সাখাওয়াত হোসেন (৬৭) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার ঢাকা–আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চিকিৎসক মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান। তিনি মাদারীপুর জেলার সদর উপজেলার বাসিন্দা এবং ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করতেন।
মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সার্জারি বিভাগের প্রধান এ জেড এম সাখাওয়াত হোসেন আজ (সোমবার) সকালে রাজধানীর ধানমন্ডি বাসভবন থেকে ব্যক্তিগত প্রাইভেটকার চালিয়ে কর্মস্থল মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আসছিলেন।
গাড়িটি ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন চিকিৎসক এ জেড এম সাখাওয়াত হোসেন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার এভার কেয়ার হাসপাতালে পাঠানো হলে বেলা দেড়টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে জেনেছি ঢাকায় নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। বিষয়টি গোলড়া হাইওয়ে পুলিশ দেখছেন।’
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে দ্রুত গিয়ে ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়। পরে বাস–প্রাইভেটকার দুটি থানায় আনা হয়েছে।’ এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হবে বলে জানান তিনি।
জুলাই-আগস্টের আন্দোলনে আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
৪ মিনিট আগেবৃষ্টিতে ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে ময়মনসিংহের ত্রিশাল-ধানীখোলা সড়কে। ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী হাজারো মানুষ। এ অবস্থায় ছোট কিছু গাড়ি ও মানুষজন রাস্তাটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
১ ঘণ্টা আগেহবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সিএনজি স্টেশনে থাকা একটি বাস ও ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেল পুড়ে গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন। তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের রায়গঞ্জে দেউলমোড়া গ্রাম থেকে পরিত্যক্ত শৌচাগার (টয়লেট) থেকে ছোঁয়া মনি (৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে