Ajker Patrika

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৩: ৫৭
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম কাজী (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদীঘলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন।

নিহত ব্যবসায়ী জসিম কাজী গোপালগঞ্জের কাশিয়ানীর ফলসি নিজামকান্দি গ্রামের মৃত ওদুদ কাজীর ছেলে। 

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আজগর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত জসিম কাজী একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহর থেকে নিজ গ্রামে যাচ্ছিলেন। তিনি চন্দ্রদীঘলিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই জসিম কাজী নিহত হন। এ সময় অপর আরোহী আহত হয়েছেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০  শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। 

সহকারী উপপরিদর্শক আরও বলেন, ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত