Ajker Patrika

শ্রীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম

প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২০: ৩৭
শ্রীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম

শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে বৃষ্টি আক্তার (২১) নামে এক গৃহবধূ একই সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। তাদের মধ্যে তিন ছেলে শিশু ও দুজন মেয়ে শিশু। সোমবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর শহরের মাদার্স কেয়ার নামক হাসপাতালে তাদের জন্ম হয়।

পাঁচ সন্তানের জননী বৃষ্টি আক্তার পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার সিংহশ্রী গ্রামের মো. মোশাররফ হোসেন স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, নরমাল ডেলিভারিতে পাঁচটি শিশু সন্তানের জন্ম হয়। তাদের মধ্যে দুজন জীবিত ও তিনজন মৃত জন্ম নেয়। জন্মের ত্রিশ মিনিটের মধ্যে জীবিত দুজন শিশুর মৃত্যু হয়। পাঁচ শিশুর মৃত্যু হলেও মা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

মাদার্স কেয়ার হাসপাতালে চিকিৎসক ডা. জহিরুন নেছা রেণু জানান, নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় বাচ্চাগুলোকে বাঁচানো সম্ভব হয়নি। মা সুস্থ থাকলেও ঝুঁকি রয়েছে। 

মাদার্স কেয়ার হাসপাতালে ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে জরুরি অবস্থায় বৃষ্টি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার সময় নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি পাঁচ সন্তানের জন্ম দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত