নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আসন্ন ঈদে গরুর হাটকে কেন্দ্র করে কোটি টাকারও বেশি জাল নোট ছড়িয়েছে জাল টাকা তৈরির একটি চক্র। চক্রটি ২৫ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে এক লাখ জাল নোটের বান্ডিল বিক্রি করতেন। র্যাব বলছে, নাইমুল হাসান তৌফিক (২১) নামের এক যুবক চক্রটির সক্রিয় সদস্য। সোমবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান।
অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার তৌফিক রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫০ লাখ ২৮ হাজার টাকা সমমূল্যের জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, তৌফিকের বাড্ডা এলাকায় ভাড়া বাসাতে জাল নোট তৈরি করে। কয়েকটি সিন্ডিকেট একত্রিত হয়ে টাকাগুলো তৈরি করেন। পরে তা সরাসরি ও অনলাইনে বিক্রি করেন। তাঁরা জানিয়েছেন, এরই মধ্যে রাজধানীর কোরবানির গরুর হাটকে কেন্দ্র করে কোটি টাকার বেশি জাল নোট ছড়িয়েছেন। চক্রের সঙ্গে জড়িত আরও দুজনের সন্ধান পেয়েছেন। তাঁদের ধরতেও অভিযান চলানো হচ্ছে।
ঢাকা: আসন্ন ঈদে গরুর হাটকে কেন্দ্র করে কোটি টাকারও বেশি জাল নোট ছড়িয়েছে জাল টাকা তৈরির একটি চক্র। চক্রটি ২৫ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে এক লাখ জাল নোটের বান্ডিল বিক্রি করতেন। র্যাব বলছে, নাইমুল হাসান তৌফিক (২১) নামের এক যুবক চক্রটির সক্রিয় সদস্য। সোমবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান।
অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার তৌফিক রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫০ লাখ ২৮ হাজার টাকা সমমূল্যের জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, তৌফিকের বাড্ডা এলাকায় ভাড়া বাসাতে জাল নোট তৈরি করে। কয়েকটি সিন্ডিকেট একত্রিত হয়ে টাকাগুলো তৈরি করেন। পরে তা সরাসরি ও অনলাইনে বিক্রি করেন। তাঁরা জানিয়েছেন, এরই মধ্যে রাজধানীর কোরবানির গরুর হাটকে কেন্দ্র করে কোটি টাকার বেশি জাল নোট ছড়িয়েছেন। চক্রের সঙ্গে জড়িত আরও দুজনের সন্ধান পেয়েছেন। তাঁদের ধরতেও অভিযান চলানো হচ্ছে।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২০ মিনিট আগে