Ajker Patrika

জাল নোট তৈরি চক্রের একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
জাল নোট তৈরি চক্রের একজন গ্রেপ্তার

ঢাকা: আসন্ন ঈদে গরুর হাটকে কেন্দ্র করে কোটি টাকারও বেশি জাল নোট ছড়িয়েছে জাল টাকা তৈরির একটি চক্র। চক্রটি ২৫ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে এক লাখ জাল নোটের বান্ডিল বিক্রি করতেন। র‍্যাব বলছে, নাইমুল হাসান তৌফিক (২১) নামের এক যুবক চক্রটির সক্রিয় সদস্য। সোমবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান।

অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার তৌফিক রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫০ লাখ ২৮ হাজার টাকা সমমূল্যের জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, তৌফিকের বাড্ডা এলাকায় ভাড়া বাসাতে জাল নোট তৈরি করে। কয়েকটি সিন্ডিকেট একত্রিত হয়ে টাকাগুলো তৈরি করেন। পরে তা সরাসরি ও অনলাইনে বিক্রি করেন। তাঁরা জানিয়েছেন, এরই মধ্যে রাজধানীর কোরবানির গরুর হাটকে কেন্দ্র করে কোটি টাকার বেশি জাল নোট ছড়িয়েছেন। চক্রের সঙ্গে জড়িত আরও দুজনের সন্ধান পেয়েছেন। তাঁদের ধরতেও অভিযান চলানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত