Ajker Patrika

উল্টো আমাকে নিয়ে চেয়ারম্যানের অভিযোগ, তাঁর তো আমার পাশে দাঁড়ানোর কথা: মীম

জবি সংবাদদাতা 
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৩: ৩৮
উল্টো আমাকে নিয়ে চেয়ারম্যানের অভিযোগ, তাঁর তো আমার পাশে দাঁড়ানোর কথা: মীম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আরেক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ছাত্রী কাজী ফারজানা মীম গণমাধ্যমকে বলেছেন, ‘আমার বিচারে বাধা হয়ে দাঁড়িয়েছেন চেয়ারম্যান। কাল তিনি যেভাবে উল্টো আমাকে নিয়ে অভিযোগ করেছেন, সেটা তো উচিত নয়। চেয়ারম্যান হিসেবে তো তিনি আমার পাশে দাঁড়ানোর কথা।’ 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ভুক্তভোগী এ শিক্ষার্থী এ কথা জানান। 

ভুক্তভোগী শিক্ষার্থী মীম বলেন, ‘এ ক্যাম্পাস আমার ঘর। কিন্তু এখানেই আমি অনিরাপদ মনে করছি। আমি ক্যাম্পাসে আসা অনেক কমিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন চেয়ারম্যান কীভাবে অভিযুক্ত শিক্ষককে সঙ্গে নিয়ে চলাফেরা করছেন।’

ভুক্তভোগী আরও বলেন, ‘গতকাল ডিবি প্রধান আমাকে আশ্বস্ত করেছেন। এরপর আজ আমি ক্যাম্পাসে এসেছি। হুমকি-ধমকিও পাচ্ছি না। তবে আমি আমার অভিযোগের সুষ্ঠু তদন্ত চাই। আর এখন থেকে আমিও অবন্তিকার বিচার চেয়ে আন্দোলনের সঙ্গে থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত