নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ শুক্রবার বইমেলার তৃতীয় দিন হলেও এ যেন মেলায় শিশুদের প্রথম দিন। আজ শুক্রবার বেলা ১১টায় মেলার প্রথম প্রহরেই মেলা প্রাঙ্গণ নানা বয়সী শিশুর পদচারণে মুখর হয়ে ওঠে। বেলা তিনটায় মেলায় শিশুদের অন্যতম আকর্ষণ ‘শিশুপ্রহর’-এর উদ্বোধন করেন কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল ও বাংলা একাডেমির সদস্যসচিব ড. মুজাহিদুল ইসলাম।
শিশুপ্রহর উদ্বোধনী অনুষ্ঠানে জাফর ইকবাল বলেন, ‘বাচ্চাদের হাতে মোবাইল নয়, বই দিন।’
জাফর ইকবাল বলেন, ‘সবাইকে বই পড়তে উৎসাহিত করতে হবে। অভিভাবকদের প্রতি অনুরোধ, অনেকেই খাওয়ার সময় বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে রাখেন। মোবাইল দেবেন না। তাদের হাতে বই দিন। তাদের বই পড়ে শোনান, তাহলে তারা যখন পড়তে শিখবে, তখন নিজেরাই বই পড়বে।’
উদ্বোধনের আগে ড. জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশে বড়রা বই পড়ে না, বই যারা পড়ে তারা প্রধানত তরুণ। তরুণেরা যদি বই পড়ার অভ্যাসটা রাখে, তাহলে বড় হয়ে তারা বই পড়বে। তরুণদের বই পড়াটা যদি শেখাতে হয়, তাহলে খুব ছোটবেলা থেকেই শেখাতে হবে। আমাদের খুব ভালো লাগছে দেখে যে, বইমেলায় শিশুদের জন্য আলাদা একটি চত্বর আছে। মূলধারার প্রকাশনীগুলোতেও বাচ্চাদের অনেক বই আছে। সেগুলোও এখানে থাকলে বই বেশি থাকত। শিশুদের জন্য এমন নির্ধারিত একটি জায়গার উদ্যোগ বেশ চমৎকার।’
‘পড়ি বই, জানতে জানতে বড় হই’ স্লোগানে বইমেলায় শিশুপ্রহরের আয়োজন করেছে সিসিমপুর। এই আয়োজনে সিসিমপুরের হালুম, টুকটুকি, শিকু, ইকরিসহ সিসিমপুরের চরিত্ররা শিশুদের সঙ্গে মেলার আনন্দ ভাগাভাগি করবে।
সিসিমপুর স্টলের ইনচার্জ সজীব আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি শুক্র ও শনিবার বেলা সাড়ে ১১টা, বেলা সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় মোট তিনটি প্রহর হবে। শিশুদের জন্য সিসিমপুরের চরিত্র যেমন হালুম, ইকরি ও টুকটুকি থাকবে। এ ছাড়া শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলা, কুইজ, চিত্রাঙ্কন থাকবে।’
মেলায় আসা শিশু নাবাহা নুঝাত রাইফা আজকের পত্রিকাকে বলে, ‘সকালে মেলায় এসেছি। ড্রইং করেছি, খেলাধুলা করেছি আর বই কিনেছি। মেলায় অনেক ভালো লাগছে।’
আরেক শিশু রাইয়ান সাম্য আজকের পত্রিকাকে বলে, ‘এখানে হাতি, হাঁস, পাখির অনেক গল্পের বই আছে। ওই দিকে অনেক খেলা করেছি।’
নার্সারি পড়ুয়া তানভীর রাকিন আজকের পত্রিকাকে বলে, ‘সিসিমপুর দেখার জন্য এসেছি। টুকটুকি, হালুম, ইকরি, শিকু দেখতে এসেছি। শিকুর সঙ্গে খেলব, শিকু আমার সবচেয়ে প্রিয়।’
শিশুপ্রহরের উদ্বোধনী অনুষ্ঠানে বইমেলার সদস্যসচিব ড. মুজাহিদ বলেন, ‘আমি মনে করি, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করতে পারব। আগে পরিসর ছোট থাকায় শিশুরা কম জায়গা পেত। এবার আমরা শিশু প্রাঙ্গণটাকে প্রাধান্য দিয়েছি। অভিভাবকদের প্রতি আহ্বান, আপনারা শিশুদের মেলায় নিয়ে আসবেন।’
আজ শুক্রবার বইমেলার তৃতীয় দিন হলেও এ যেন মেলায় শিশুদের প্রথম দিন। আজ শুক্রবার বেলা ১১টায় মেলার প্রথম প্রহরেই মেলা প্রাঙ্গণ নানা বয়সী শিশুর পদচারণে মুখর হয়ে ওঠে। বেলা তিনটায় মেলায় শিশুদের অন্যতম আকর্ষণ ‘শিশুপ্রহর’-এর উদ্বোধন করেন কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল ও বাংলা একাডেমির সদস্যসচিব ড. মুজাহিদুল ইসলাম।
শিশুপ্রহর উদ্বোধনী অনুষ্ঠানে জাফর ইকবাল বলেন, ‘বাচ্চাদের হাতে মোবাইল নয়, বই দিন।’
জাফর ইকবাল বলেন, ‘সবাইকে বই পড়তে উৎসাহিত করতে হবে। অভিভাবকদের প্রতি অনুরোধ, অনেকেই খাওয়ার সময় বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে রাখেন। মোবাইল দেবেন না। তাদের হাতে বই দিন। তাদের বই পড়ে শোনান, তাহলে তারা যখন পড়তে শিখবে, তখন নিজেরাই বই পড়বে।’
উদ্বোধনের আগে ড. জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশে বড়রা বই পড়ে না, বই যারা পড়ে তারা প্রধানত তরুণ। তরুণেরা যদি বই পড়ার অভ্যাসটা রাখে, তাহলে বড় হয়ে তারা বই পড়বে। তরুণদের বই পড়াটা যদি শেখাতে হয়, তাহলে খুব ছোটবেলা থেকেই শেখাতে হবে। আমাদের খুব ভালো লাগছে দেখে যে, বইমেলায় শিশুদের জন্য আলাদা একটি চত্বর আছে। মূলধারার প্রকাশনীগুলোতেও বাচ্চাদের অনেক বই আছে। সেগুলোও এখানে থাকলে বই বেশি থাকত। শিশুদের জন্য এমন নির্ধারিত একটি জায়গার উদ্যোগ বেশ চমৎকার।’
‘পড়ি বই, জানতে জানতে বড় হই’ স্লোগানে বইমেলায় শিশুপ্রহরের আয়োজন করেছে সিসিমপুর। এই আয়োজনে সিসিমপুরের হালুম, টুকটুকি, শিকু, ইকরিসহ সিসিমপুরের চরিত্ররা শিশুদের সঙ্গে মেলার আনন্দ ভাগাভাগি করবে।
সিসিমপুর স্টলের ইনচার্জ সজীব আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি শুক্র ও শনিবার বেলা সাড়ে ১১টা, বেলা সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় মোট তিনটি প্রহর হবে। শিশুদের জন্য সিসিমপুরের চরিত্র যেমন হালুম, ইকরি ও টুকটুকি থাকবে। এ ছাড়া শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলা, কুইজ, চিত্রাঙ্কন থাকবে।’
মেলায় আসা শিশু নাবাহা নুঝাত রাইফা আজকের পত্রিকাকে বলে, ‘সকালে মেলায় এসেছি। ড্রইং করেছি, খেলাধুলা করেছি আর বই কিনেছি। মেলায় অনেক ভালো লাগছে।’
আরেক শিশু রাইয়ান সাম্য আজকের পত্রিকাকে বলে, ‘এখানে হাতি, হাঁস, পাখির অনেক গল্পের বই আছে। ওই দিকে অনেক খেলা করেছি।’
নার্সারি পড়ুয়া তানভীর রাকিন আজকের পত্রিকাকে বলে, ‘সিসিমপুর দেখার জন্য এসেছি। টুকটুকি, হালুম, ইকরি, শিকু দেখতে এসেছি। শিকুর সঙ্গে খেলব, শিকু আমার সবচেয়ে প্রিয়।’
শিশুপ্রহরের উদ্বোধনী অনুষ্ঠানে বইমেলার সদস্যসচিব ড. মুজাহিদ বলেন, ‘আমি মনে করি, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করতে পারব। আগে পরিসর ছোট থাকায় শিশুরা কম জায়গা পেত। এবার আমরা শিশু প্রাঙ্গণটাকে প্রাধান্য দিয়েছি। অভিভাবকদের প্রতি আহ্বান, আপনারা শিশুদের মেলায় নিয়ে আসবেন।’
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৬ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে