Ajker Patrika

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হাতে ভাইয়ের মৃত্যু

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ২০: ৩৪
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হাতে ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ভাটির জগতচর গ্রামে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হামলায় আলম মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। নিহত আলম মিয়া ভাটির জগতচর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। 

জানা যায়, গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুরে একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে রাস্তায় কয়েকজন বখাটে আলম মিয়ার মা-বোনদের দেখে নানা অশালীন অঙ্গভঙ্গি করতে থাকে। 

এ ঘটনার প্রতিবাদ করতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে আলম মিয়ার ওপর হামলা করে বখাটেরা। এ সময় আলম মিয়ার মাথায় আঘাত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আলমকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠান। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি ও হামলাকারীদের বিচার চেয়ে গত শুক্রবার এক মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। 

এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, 'অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য নয়। আর এটা স্কুল-কলেজ থেকে আসা-যাওয়ার পথে কোনো ইভটিজিংয়ের ঘটনাও নয়। ওই দিন বিকেল সাড়ে ৪টায় আলম মিয়া তাঁর মা-বাবা ও বোনদের নিয়ে ওয়াজ শুনে বাড়ি যাওয়ার পথে বখাটেরা উত্ত্যক্ত করে। এরই জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে বখাটেদের হাতে আলম গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আজ শনিবার সকালে নিহতের ভগ্নিপতি সুজন থানায় মামলা করেন। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত