নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আজ ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিন। বেলা ১১টা পর্যন্ত প্রায় ১৬টি আন্তনগর ও লোকাল ট্রেন ছেড়ে গেছে। গতকাল যেহেতু গার্মেন্টস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হয়েছে, ফলে যাত্রীর চাপ বেড়েছে। তার একটা প্রভাব পড়েছে ট্রেনে, যার ফলে স্টেশনে ঘরমুখী মানুষের প্রচুর ভিড়। এই অতিরিক্ত যাত্রীর চাপ সামলানো যাচ্ছে না। তবে প্রতিটি ট্রেন সতর্কতার ও নিরাপত্তার সঙ্গে চালানো হচ্ছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে কমলাপুরে রেলস্টেশনে ট্রেনে ঈদযাত্রার বিষয়ে সংবাদ সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্টেশন ম্যানেজার।
ট্রেন দেরিতে ছাড়ার বিষয়ে স্টেশন ম্যানেজার বলেন, পূর্বাঞ্চলের ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যেতে পারছে। কিন্তু উত্তর ও পশ্চিম অঞ্চলের ট্রেনগুলো ঠিক সময়ে ছেড়ে যেতে পারছে না। এর মধ্যে কোনোটা এক থেকে দুই ঘণ্টা দেরিতে যাচ্ছে। তবে সুন্দরবন এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে।
ট্রেনে যাত্রীর চাপের বিষয়ে তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় ৬০ থেকে ৭০ লাখ লোক ট্রেনে রওনা করেছে। এত বেশি যাত্রীর চাপ এবং মানুষের যে স্রোত, সেটা ঠেকানো যাচ্ছে না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জিআরপি পুলিশ সবাই যাত্রীর চাপের কাছে ব্যর্থ হয়েছে। ট্রেনের ছাদ থেকে যাত্রী নামানো যাচ্ছে না।
তবে আমরা যাত্রীদের নিষেধ করেছি ট্রেনের ছাদে, বাফারে ও ইঞ্জিনে না উঠতে। কিন্তু কারোর কথাই যাত্রীরা শুনছে না। আমরা চেষ্টা করছি তাদের ঈদযাত্রাটা নির্বিঘ্ন করার।
এদিকে শনিবার রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এমন এক প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ঢাকা থেকে রংপুর এক্সপ্রেসের কোনো যাত্রা বাতিল করা হয়নি। এই ট্রেনের শনিবারের টিকিট বিক্রি করা হয়েছে, যাত্রা বাতিল করা হয়নি।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আজ ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিন। বেলা ১১টা পর্যন্ত প্রায় ১৬টি আন্তনগর ও লোকাল ট্রেন ছেড়ে গেছে। গতকাল যেহেতু গার্মেন্টস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হয়েছে, ফলে যাত্রীর চাপ বেড়েছে। তার একটা প্রভাব পড়েছে ট্রেনে, যার ফলে স্টেশনে ঘরমুখী মানুষের প্রচুর ভিড়। এই অতিরিক্ত যাত্রীর চাপ সামলানো যাচ্ছে না। তবে প্রতিটি ট্রেন সতর্কতার ও নিরাপত্তার সঙ্গে চালানো হচ্ছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে কমলাপুরে রেলস্টেশনে ট্রেনে ঈদযাত্রার বিষয়ে সংবাদ সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্টেশন ম্যানেজার।
ট্রেন দেরিতে ছাড়ার বিষয়ে স্টেশন ম্যানেজার বলেন, পূর্বাঞ্চলের ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যেতে পারছে। কিন্তু উত্তর ও পশ্চিম অঞ্চলের ট্রেনগুলো ঠিক সময়ে ছেড়ে যেতে পারছে না। এর মধ্যে কোনোটা এক থেকে দুই ঘণ্টা দেরিতে যাচ্ছে। তবে সুন্দরবন এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে।
ট্রেনে যাত্রীর চাপের বিষয়ে তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় ৬০ থেকে ৭০ লাখ লোক ট্রেনে রওনা করেছে। এত বেশি যাত্রীর চাপ এবং মানুষের যে স্রোত, সেটা ঠেকানো যাচ্ছে না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জিআরপি পুলিশ সবাই যাত্রীর চাপের কাছে ব্যর্থ হয়েছে। ট্রেনের ছাদ থেকে যাত্রী নামানো যাচ্ছে না।
তবে আমরা যাত্রীদের নিষেধ করেছি ট্রেনের ছাদে, বাফারে ও ইঞ্জিনে না উঠতে। কিন্তু কারোর কথাই যাত্রীরা শুনছে না। আমরা চেষ্টা করছি তাদের ঈদযাত্রাটা নির্বিঘ্ন করার।
এদিকে শনিবার রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এমন এক প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ঢাকা থেকে রংপুর এক্সপ্রেসের কোনো যাত্রা বাতিল করা হয়নি। এই ট্রেনের শনিবারের টিকিট বিক্রি করা হয়েছে, যাত্রা বাতিল করা হয়নি।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে