Ajker Patrika

সাবেক প্রেমিকার ব্যক্তিগত ছবি পরিচিতদের মেসেঞ্জারে, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২৩, ২৩: ০২
সাবেক প্রেমিকার ব্যক্তিগত ছবি পরিচিতদের মেসেঞ্জারে, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সদর উপজেলায় সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পরিচিত ব্যক্তিদের ফেসবুকের মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শামীম খান (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় আজ বুধবার বিকেলে সদরের ফতুল্লায় পশ্চিম তল্লা আজমেরীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শামীমের বাড়ি জামালপুরের মেলান্দহ থানার আমবাড়িয়া গ্রামে। তিনি পরিবারের সঙ্গে আজমেরীবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

যুবককে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া। তিনি বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হবে।’

মামলা থেকে জানা গেছে, দেড় বছর আগে শামীমের সঙ্গে এক তরুণীর (২৪) সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক চলার সময় দুজনের ব্যক্তিগত ছবি শামীমের মোবাইল ফোনে ধারণ করা ছিল। পরবর্তীতে পারিবারিকভাবে ওই তরুণী বিয়ে করে সংসার শুরু করেন। বিয়ের পর তাঁর স্বামী বিদেশে গেলে শামীম বিভিন্ন সময় বিরক্ত ও কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় পুরোনো ছবি তরুণীর পরিচিত ব্যক্তিদের মেসেঞ্জারে ছড়িয়ে দেন।

ওই ঘটনায় তরুণী বাদী হয়ে আজ থানায় অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে শামীমকে আটক করে পুলিশ। পরে সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয় বলে জানায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত