Ajker Patrika

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁরা সম্পর্কে একে অপরের বেয়াই। গতকাল শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া উড়াল সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বদিউজ্জামান শিকদারের ছেলে রুমন শিকদার (১৬) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তৌফিকুর মোল্যার ছেলে আতিক মোল্যা (১৫)। 

ভাটিয়াপাড়া হাইওয়ে ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান নাঈম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রুমন ও আতিক একটি মোটরসাইকেলে করে ভাটিয়াপাড়া থেকে পোনা গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া উড়াল সেতুর কাছে পৌঁছালে খুলনাগামী গ্রিনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই আতিক মারা যায়। 

পরে স্থানীয়রা আহত রুমনকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটিকে গোপালগঞ্জ পুলিশ লাইন এলাকা থেকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত