নিজস্ব প্রতিবেদক, সাভার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের কর্মীদের ওপর হামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সাভার পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলাম ও হকার্স লীগ কর্মী রিপন।
পুলিশ ও তালুকদার তৌহিদ জং মুরাদের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার রাত ১১ টার দিকে মুরাদ জংয়ের কর্মীরা সাভার বাসস্ট্যান্ড এলাকায় নিউমার্কেটের সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের নির্দেশে নজরুল ইসলাম, রিপন, রাকিব হোসেন, তারেক বিন উবায়েদ ও নুরুলহুদাসহ ৩০ থেকে ৪০ জন ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায়।
এ সময় তাঁরা মুরাদ জংয়ের কর্মীদের মারধরের পাশাপাশি তাঁদের কাছে থাকা মুঠোফোন ও পোস্টার ছিনিয়ে নেন।
হামলা ও মুঠোফোনসহ পোস্টার ছিনিয়ে নেওয়ার ঘটনায় তালুকদার তৌহিদ জং মুরাদের কর্মী আব্দুল কাদির মোল্লা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে সাভার থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে আজ শুক্রবার ভোরে নজরুলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘গ্রেপ্তারের পর আসামিদের শুক্রবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের কর্মীদের ওপর হামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সাভার পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলাম ও হকার্স লীগ কর্মী রিপন।
পুলিশ ও তালুকদার তৌহিদ জং মুরাদের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার রাত ১১ টার দিকে মুরাদ জংয়ের কর্মীরা সাভার বাসস্ট্যান্ড এলাকায় নিউমার্কেটের সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের নির্দেশে নজরুল ইসলাম, রিপন, রাকিব হোসেন, তারেক বিন উবায়েদ ও নুরুলহুদাসহ ৩০ থেকে ৪০ জন ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায়।
এ সময় তাঁরা মুরাদ জংয়ের কর্মীদের মারধরের পাশাপাশি তাঁদের কাছে থাকা মুঠোফোন ও পোস্টার ছিনিয়ে নেন।
হামলা ও মুঠোফোনসহ পোস্টার ছিনিয়ে নেওয়ার ঘটনায় তালুকদার তৌহিদ জং মুরাদের কর্মী আব্দুল কাদির মোল্লা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে সাভার থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে আজ শুক্রবার ভোরে নজরুলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘গ্রেপ্তারের পর আসামিদের শুক্রবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।’
হবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্মকর্তা তানভীর আহমেদের (৩০) মরদেহ। শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
৪ মিনিট আগেশেরপুরে কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রি ও তাঁর নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা...
৭ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১৩ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
১০ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদী থেকে আবির ইসলাম নামে (১০) এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাবেয়া মোড়ের কাছে নদীর ব্রিজের দক্ষিণ দিক থেকে লাশটি উদ্ধার করেন সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
১১ মিনিট আগে