Ajker Patrika

সাভারে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, হকার্স লীগ নেতাসহ গ্রেপ্তার-২ 

নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, হকার্স লীগ নেতাসহ গ্রেপ্তার-২ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের কর্মীদের ওপর হামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সাভার পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলাম ও হকার্স লীগ কর্মী রিপন।

পুলিশ ও তালুকদার তৌহিদ জং মুরাদের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার রাত ১১ টার দিকে মুরাদ জংয়ের কর্মীরা সাভার বাসস্ট্যান্ড এলাকায় নিউমার্কেটের সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের নির্দেশে নজরুল ইসলাম, রিপন, রাকিব হোসেন, তারেক বিন উবায়েদ ও নুরুলহুদাসহ ৩০ থেকে ৪০ জন ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায়। 

এ সময় তাঁরা মুরাদ জংয়ের কর্মীদের মারধরের পাশাপাশি তাঁদের কাছে থাকা মুঠোফোন ও পোস্টার ছিনিয়ে নেন।  

হামলা ও মুঠোফোনসহ পোস্টার ছিনিয়ে নেওয়ার ঘটনায় তালুকদার তৌহিদ জং মুরাদের কর্মী আব্দুল কাদির মোল্লা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে সাভার থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে আজ শুক্রবার ভোরে নজরুলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। 

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘গ্রেপ্তারের পর আসামিদের শুক্রবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...