গোপালগঞ্জ প্রতিনিধি
বৃষ্টিতে পা পিছলে পড়ে যাওয়া সহপাঠীকে বাঁচাতে গিয়ে লেকের পানিতে ডুবে মারা গেলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শিক্ষার্থী। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মর্মান্তিক এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা হলেন– পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মোবাশ্বেরা তানজুম হিয়া ও একই বিভাগের তাসফিয়া জাহান ঋতু।
ঋতু বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগী ইউনিয়নের মাসকাটা গ্রামের সৈয়দ মো. আ. রবের মেয়ে। অপর শিক্ষার্থী হিয়া খুলনার খালিশপুর থানার বড় বয়রা মধ্যপাড়া এলাকার মো. মনিরুজ্জামানের মেয়ে।
জানা গেছে, আজ (মঙ্গলবার) দুপুরে বৃষ্টিতে ভিজে গোসল করছিলেন দুই সহপাঠী। হঠাৎ পা পিছলে ক্যাম্পাসের লেকের পড়ে যান সাঁতার না জানা তানজুম হিয়া (২১)। তাকে বাঁচাতে গিয়ে লেকের পানিতে ঝাঁপ দেন তাসপিয়া ঋতু (২১)। দুজন ওপরে উঠতে প্রাণপণ চেষ্টা করেন। একপর্যায়ে তারা পানিতে ডুবে যান। এ সময় একজনের হাত পানিতে দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পানিতে ঝাঁপ দেয়।
প্রায় ৩০ মিনিট পরে তাদের উদ্ধার করে শিক্ষার্থীরা। পরে তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানান জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কিউ এম মাহবুবসহ শিক্ষক, কর্মকর্তারা ঘটনাস্থল ও গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজেদুর রহমান আকাশ আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে ঘন বৃষ্টির মধ্যে গোসল করতে করতে লেকের দিকে যায় হিয়া। লেকপাড় ঢালু হওয়ায় ও বৃষ্টির কারণে পা পিছলে সে পানির মধ্যে পড়ে যায়। হিয়াকে বাঁচাতে ঋতু পানিতে ঝাঁপ দেয়। পরে দুজনই লেকের পানিতে ডুবে যায়। একজনের হাত দেখতে পেয়ে পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করতে চেষ্টা করি। উদ্ধার করতে না পেরে বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে থাকা শিক্ষার্থীদের জানালে তারাও লেকে ঝাঁপ দেয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পরে সবাই মিলে তাদের উদ্ধার করি। তখন তাদের শরীর নিস্তেজ ছিল। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
মোবাশ্বেরা তানজুম হিয়ার মামা কে এম তমুজিন মিটুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাগনিকে তার বাবা-মা অনেক আশা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে দিয়েছিল। শুরুতেই শেষ হয়ে গেল সব আশা। আমরা খুবই শোকাহত। বলার কোন ভাষা খুঁজে পাচ্ছি না।’
তিনি অভিযোগ করে বলেন, ‘লেকপাড়ের অব্যবস্থাপনার কারণে আমার ভাগনি আর তার সহপাঠী আজ আমাদের মাঝে নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লেকপাড়ে প্রোটেকশনের ব্যবস্থা রাখলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি আমার ভাগনির মতো আর কেউ যেন এ রকম ঘটনার শিকার না হয়, তার ব্যবস্থা যেন করা হয়।’
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কিউ এম মাহবুব আজকের পত্রিকা বলেন, ‘বিশ্ববিদ্যালয় লেকে শিক্ষার্থীদের গোসল করা নিষেধ। তারপরেও দুই শিক্ষার্থী বৃষ্টির মধ্যে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক। আমরা এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শীতল চন্দ্র পাল বলেন, ‘গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের লেকের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বৃষ্টিতে পা পিছলে পড়ে যাওয়া সহপাঠীকে বাঁচাতে গিয়ে লেকের পানিতে ডুবে মারা গেলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শিক্ষার্থী। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মর্মান্তিক এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা হলেন– পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মোবাশ্বেরা তানজুম হিয়া ও একই বিভাগের তাসফিয়া জাহান ঋতু।
ঋতু বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগী ইউনিয়নের মাসকাটা গ্রামের সৈয়দ মো. আ. রবের মেয়ে। অপর শিক্ষার্থী হিয়া খুলনার খালিশপুর থানার বড় বয়রা মধ্যপাড়া এলাকার মো. মনিরুজ্জামানের মেয়ে।
জানা গেছে, আজ (মঙ্গলবার) দুপুরে বৃষ্টিতে ভিজে গোসল করছিলেন দুই সহপাঠী। হঠাৎ পা পিছলে ক্যাম্পাসের লেকের পড়ে যান সাঁতার না জানা তানজুম হিয়া (২১)। তাকে বাঁচাতে গিয়ে লেকের পানিতে ঝাঁপ দেন তাসপিয়া ঋতু (২১)। দুজন ওপরে উঠতে প্রাণপণ চেষ্টা করেন। একপর্যায়ে তারা পানিতে ডুবে যান। এ সময় একজনের হাত পানিতে দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পানিতে ঝাঁপ দেয়।
প্রায় ৩০ মিনিট পরে তাদের উদ্ধার করে শিক্ষার্থীরা। পরে তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানান জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কিউ এম মাহবুবসহ শিক্ষক, কর্মকর্তারা ঘটনাস্থল ও গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজেদুর রহমান আকাশ আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে ঘন বৃষ্টির মধ্যে গোসল করতে করতে লেকের দিকে যায় হিয়া। লেকপাড় ঢালু হওয়ায় ও বৃষ্টির কারণে পা পিছলে সে পানির মধ্যে পড়ে যায়। হিয়াকে বাঁচাতে ঋতু পানিতে ঝাঁপ দেয়। পরে দুজনই লেকের পানিতে ডুবে যায়। একজনের হাত দেখতে পেয়ে পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করতে চেষ্টা করি। উদ্ধার করতে না পেরে বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে থাকা শিক্ষার্থীদের জানালে তারাও লেকে ঝাঁপ দেয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পরে সবাই মিলে তাদের উদ্ধার করি। তখন তাদের শরীর নিস্তেজ ছিল। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
মোবাশ্বেরা তানজুম হিয়ার মামা কে এম তমুজিন মিটুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাগনিকে তার বাবা-মা অনেক আশা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে দিয়েছিল। শুরুতেই শেষ হয়ে গেল সব আশা। আমরা খুবই শোকাহত। বলার কোন ভাষা খুঁজে পাচ্ছি না।’
তিনি অভিযোগ করে বলেন, ‘লেকপাড়ের অব্যবস্থাপনার কারণে আমার ভাগনি আর তার সহপাঠী আজ আমাদের মাঝে নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লেকপাড়ে প্রোটেকশনের ব্যবস্থা রাখলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি আমার ভাগনির মতো আর কেউ যেন এ রকম ঘটনার শিকার না হয়, তার ব্যবস্থা যেন করা হয়।’
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কিউ এম মাহবুব আজকের পত্রিকা বলেন, ‘বিশ্ববিদ্যালয় লেকে শিক্ষার্থীদের গোসল করা নিষেধ। তারপরেও দুই শিক্ষার্থী বৃষ্টির মধ্যে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক। আমরা এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শীতল চন্দ্র পাল বলেন, ‘গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের লেকের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৩ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১৫ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে