নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের ৮২ শতাংশ মানুষ মনে করে মেয়েদের উঁচু গলায় কথা বলা উচিত নয়। ৬২ শতাংশ মনে করে, মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করবে কি না, সে বিষয়ে তার পরিবারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। ‘এক্সপ্লোরিং অ্যাটিটিউড টুওয়ার্ডস জেন্ডার নর্মস আমং দ্য ইয়ুথ পপুলেশন ইন বাংলাদেশ’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে এসেছে ৷
আজ সোমবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস সামনে রেখে ব্র্যাক আয়োজিত এক মতবিনিময় সভায় এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। দেশের আট জেলার ১৮-৩৫ বছর বয়সী ২ হাজার ৭৯০ জন নারী-পুরুষ এই জরিপে অংশ নেন।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ শতাংশ জানান, তাঁদের মতে স্বামীর পর্যাপ্ত আয় থাকলে স্ত্রীর উপার্জনের দরকার নেই। ৭৩ শতাংশ জানান, সংসারের বড় খরচগুলোর ক্ষেত্রে পুরুষেরাই চূড়ান্ত সিদ্ধান্তদাতা। অধ্যাপক ড. মেহজাবিন হক, ড. মোহাম্মদ সেলিম চৌধুরী ও ড. মোহাম্মদ আজহারুল ইসলাম জরিপটি পরিচালনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমাদের দেশে একটা অংশ আছে, যারা প্রবলভাবে নারী-পুরুষ সমতাবিরোধী। নারী ও কন্যাশিশুর সমস্ত লড়াইয়ে সবার আগে পরিবারের উচিত তার পাশে দাঁড়ানো। কিন্তু আমাদের সমাজে পরিবারগুলো পিতৃতান্ত্রিক মূল্যবোধের কারণে কন্যাশিশুর পাশে থাকে না। আমরা এই অবস্থা পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘তরুণদের মানসিকতায় রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়। এটা সময়সাপেক্ষে ব্যাপার। আমরা পাঠ্যক্রমে পরিবর্তন আনতে পারি। পাঠ্যক্রমে নারীদের অর্জনগুলো যুক্ত করতে পারি।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান প্রমুখ।
দেশের ৮২ শতাংশ মানুষ মনে করে মেয়েদের উঁচু গলায় কথা বলা উচিত নয়। ৬২ শতাংশ মনে করে, মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করবে কি না, সে বিষয়ে তার পরিবারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। ‘এক্সপ্লোরিং অ্যাটিটিউড টুওয়ার্ডস জেন্ডার নর্মস আমং দ্য ইয়ুথ পপুলেশন ইন বাংলাদেশ’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে এসেছে ৷
আজ সোমবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস সামনে রেখে ব্র্যাক আয়োজিত এক মতবিনিময় সভায় এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। দেশের আট জেলার ১৮-৩৫ বছর বয়সী ২ হাজার ৭৯০ জন নারী-পুরুষ এই জরিপে অংশ নেন।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ শতাংশ জানান, তাঁদের মতে স্বামীর পর্যাপ্ত আয় থাকলে স্ত্রীর উপার্জনের দরকার নেই। ৭৩ শতাংশ জানান, সংসারের বড় খরচগুলোর ক্ষেত্রে পুরুষেরাই চূড়ান্ত সিদ্ধান্তদাতা। অধ্যাপক ড. মেহজাবিন হক, ড. মোহাম্মদ সেলিম চৌধুরী ও ড. মোহাম্মদ আজহারুল ইসলাম জরিপটি পরিচালনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমাদের দেশে একটা অংশ আছে, যারা প্রবলভাবে নারী-পুরুষ সমতাবিরোধী। নারী ও কন্যাশিশুর সমস্ত লড়াইয়ে সবার আগে পরিবারের উচিত তার পাশে দাঁড়ানো। কিন্তু আমাদের সমাজে পরিবারগুলো পিতৃতান্ত্রিক মূল্যবোধের কারণে কন্যাশিশুর পাশে থাকে না। আমরা এই অবস্থা পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘তরুণদের মানসিকতায় রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়। এটা সময়সাপেক্ষে ব্যাপার। আমরা পাঠ্যক্রমে পরিবর্তন আনতে পারি। পাঠ্যক্রমে নারীদের অর্জনগুলো যুক্ত করতে পারি।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান প্রমুখ।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১৮ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২৫ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
৩০ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
৩৪ মিনিট আগে