উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরখানে গ্যাসের লাইন লিক হয়ে ঘরে আগুন লেগে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ স্বামী মো. ময়নাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনিও মৃত্যুবরণ করেছেন।
গত বুধবার দিবাগত মধ্যরাতে উত্তরখান মাজার এলাকার ভূঁইয়াবাড়ির মৃত আবদুল হামিদ ভূঁইয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় রিকশাচালক মো. ময়নাল (৪০) ও তাঁর গার্মেন্টসকর্মী স্ত্রী মোছা. আনোয়ারা (৩২) ভয়াবহভাবে দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রী আনোয়ারার মৃত্যু হয় বলে উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান জানান। একই দিন রাতে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় উত্তরখানে অগ্নিদগ্ধ মো. ময়নাল রাত ১০টার দিকে মৃত্যুবরণ করেছেন।’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাশের নির্মাণাধীন সড়কের নিচে থাকা পাইপলাইনের লিক থেকে আগুন লাগে। এ সময় বাসায় না থাকায় রক্ষা পেয়েছে পরিবারটির দুই শিশুসন্তান মনিফা (১২) ও আলিফ (৫)।
এলাকাবাসী, স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মো. ময়নাল জামালপুরের তারাকান্দি উপজেলার মাইজাইলা গ্রামের অধিবাসী।
আগুনের ঘটনার প্রত্যক্ষদর্শী ভূঁইয়াবাড়ি এলাকার বাসিন্দা শ্রমিক সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘মাটির নিচের গ্যাসের লাইন থাইকা হঠাৎ কইরা রাস্তায় আগুন ধইরা যায়। ওই আগুন ময়নালের ঘরের ভিতরেও ছড়াইয়া পড়ে। তারপর আমরা বালু ও পানি মাইরা আগুন নিভাইছি।’
পাশের বাড়ির ভাড়াটে মোতালেব বলেন, ‘ময়নালের রুমের নিচ দিয়া গ্যাসের লাইন ছিল। কাজের জন্য রাস্তা কাটার কারণে পাইপ লিক হইয়া গ্যাস বাইর হইতেছিল। আমরা ধারণা, মশার কয়েল ধরানোর সময় গ্যাস থাইকা আগুন লাইগা যায়।’
ঘটনাস্থলে থাকা উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন মিঠু বলেন, ‘খবর পেয়ে আমরা পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। সেই সাথে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।’
‘আহারে, বাড়িওয়ালা ভালা কইরা গ্যাসের কাম করলে তো এমন হইত না। এখন বাচ্চা দুইডার কী অইব’— এসব বলে বাড়ির সামনে বসে বিলাপ করছিলেন মৃত আনোয়ারার বড় বোন আলেয়া। বোনের দুই সন্তানই গ্রামের বাড়িতে রয়েছে বলে জানান তিনি।
আলেয়া বলেন, ‘আমার বইন গার্মেন্টসে চাকরি করে। বেতন পাইয়া ঈদের জন্য অনেক মার্কেট করছিল। ঘরে টাকাও ছিল। সব পুইড়া শেষ হইয়া গেছে। বইনের সারা শরীর পুইড়া গেছে।’
লাইনে ত্রুটির অভিযোগ: এলাকার বাসিন্দা লেগুনাচালক আল আমিন বলেন, ‘গ্যাসের লাইনে লিকের কারণে বুধবার দুপুরের দিকে তিতাসের লোকজন কাজ করে গেছে। আর রাতে ওই লিক থেকেই আগুন লেগে গেছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘গ্যাসলাইনের লিক মেরামত করে তারা ৫০০ টাকা বকশিশও নিয়ে গেছে। তাহলে তারা কিসের কাজ করল? তাদের শাস্তি হওয়া উচিত।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন লাগা ঘরটির ভেতরের প্রায় সব আসবাব পুড়ে ছাই। ভূঁইয়াবাড়ি এলাকার রাস্তাটির পুরোটাতেই খোঁড়াখুঁড়ি। হেঁটে চলাও কষ্টকর। একটু পরপর রাস্তার গর্তে পানি জমে আছে। আর গ্যাসের বুদবুদ বের হচ্ছে। ময়নালের ঘরের জানালার ঠিক পাশের গর্ত থেকে লিক হওয়া গ্যাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
অগ্নিকাণ্ডের বিষয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘গ্যাসলাইনে লিকের কারণে রুমের ভেতর অনেক গ্যাস জমে ছিল। মশার কয়েল ধরানোর জন্য আগুন জ্বালালে বিস্ফোরণ হয়ে ময়নালের ঘরে আগুন ধরে যায়।’
গ্যাসলাইনে লিকের অভিযোগ প্রসঙ্গে তিতাস গ্যাসের উত্তরার ইমারজেন্সি টিমের প্রধান নাজমুল হোসেন বলেন, ‘আমাদের তিতাসের লাইন দেওয়া হয় এসএস পাইপ দিয়ে। আমরা বাড়ির নিচ দিয়ে লাইন দেই না। কিন্তু ওই লাইনটি টানা হয়েছে জিআই পাইপ দিয়ে। তাই আমাদের ধারণা, লাইনটি চোরাইভাবে করা।’
নাজমুল হোসেন আরও বলেন, ‘অনুসন্ধানে দেখতে পেয়েছি অ্যালবো (দুই পাইপ জোড়া দেওয়ায় ব্যবহৃত) থেকে গ্যাস লিকের সূত্রপাত। আমরা ওয়েলডিং অ্যালবো ব্যবহার করি। কিন্তু এখানে থ্রেড অ্যালবো ব্যবহার করেছে। থ্রেড অ্যালবো ব্যবহার করা হয় বাড়ির ওয়্যারিং কাজের জন্য।’
ওসি মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকান্ডে দুই জন নিহতের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
রাজধানীর উত্তরখানে গ্যাসের লাইন লিক হয়ে ঘরে আগুন লেগে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ স্বামী মো. ময়নাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনিও মৃত্যুবরণ করেছেন।
গত বুধবার দিবাগত মধ্যরাতে উত্তরখান মাজার এলাকার ভূঁইয়াবাড়ির মৃত আবদুল হামিদ ভূঁইয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় রিকশাচালক মো. ময়নাল (৪০) ও তাঁর গার্মেন্টসকর্মী স্ত্রী মোছা. আনোয়ারা (৩২) ভয়াবহভাবে দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রী আনোয়ারার মৃত্যু হয় বলে উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান জানান। একই দিন রাতে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় উত্তরখানে অগ্নিদগ্ধ মো. ময়নাল রাত ১০টার দিকে মৃত্যুবরণ করেছেন।’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাশের নির্মাণাধীন সড়কের নিচে থাকা পাইপলাইনের লিক থেকে আগুন লাগে। এ সময় বাসায় না থাকায় রক্ষা পেয়েছে পরিবারটির দুই শিশুসন্তান মনিফা (১২) ও আলিফ (৫)।
এলাকাবাসী, স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মো. ময়নাল জামালপুরের তারাকান্দি উপজেলার মাইজাইলা গ্রামের অধিবাসী।
আগুনের ঘটনার প্রত্যক্ষদর্শী ভূঁইয়াবাড়ি এলাকার বাসিন্দা শ্রমিক সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘মাটির নিচের গ্যাসের লাইন থাইকা হঠাৎ কইরা রাস্তায় আগুন ধইরা যায়। ওই আগুন ময়নালের ঘরের ভিতরেও ছড়াইয়া পড়ে। তারপর আমরা বালু ও পানি মাইরা আগুন নিভাইছি।’
পাশের বাড়ির ভাড়াটে মোতালেব বলেন, ‘ময়নালের রুমের নিচ দিয়া গ্যাসের লাইন ছিল। কাজের জন্য রাস্তা কাটার কারণে পাইপ লিক হইয়া গ্যাস বাইর হইতেছিল। আমরা ধারণা, মশার কয়েল ধরানোর সময় গ্যাস থাইকা আগুন লাইগা যায়।’
ঘটনাস্থলে থাকা উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন মিঠু বলেন, ‘খবর পেয়ে আমরা পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। সেই সাথে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।’
‘আহারে, বাড়িওয়ালা ভালা কইরা গ্যাসের কাম করলে তো এমন হইত না। এখন বাচ্চা দুইডার কী অইব’— এসব বলে বাড়ির সামনে বসে বিলাপ করছিলেন মৃত আনোয়ারার বড় বোন আলেয়া। বোনের দুই সন্তানই গ্রামের বাড়িতে রয়েছে বলে জানান তিনি।
আলেয়া বলেন, ‘আমার বইন গার্মেন্টসে চাকরি করে। বেতন পাইয়া ঈদের জন্য অনেক মার্কেট করছিল। ঘরে টাকাও ছিল। সব পুইড়া শেষ হইয়া গেছে। বইনের সারা শরীর পুইড়া গেছে।’
লাইনে ত্রুটির অভিযোগ: এলাকার বাসিন্দা লেগুনাচালক আল আমিন বলেন, ‘গ্যাসের লাইনে লিকের কারণে বুধবার দুপুরের দিকে তিতাসের লোকজন কাজ করে গেছে। আর রাতে ওই লিক থেকেই আগুন লেগে গেছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘গ্যাসলাইনের লিক মেরামত করে তারা ৫০০ টাকা বকশিশও নিয়ে গেছে। তাহলে তারা কিসের কাজ করল? তাদের শাস্তি হওয়া উচিত।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন লাগা ঘরটির ভেতরের প্রায় সব আসবাব পুড়ে ছাই। ভূঁইয়াবাড়ি এলাকার রাস্তাটির পুরোটাতেই খোঁড়াখুঁড়ি। হেঁটে চলাও কষ্টকর। একটু পরপর রাস্তার গর্তে পানি জমে আছে। আর গ্যাসের বুদবুদ বের হচ্ছে। ময়নালের ঘরের জানালার ঠিক পাশের গর্ত থেকে লিক হওয়া গ্যাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
অগ্নিকাণ্ডের বিষয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘গ্যাসলাইনে লিকের কারণে রুমের ভেতর অনেক গ্যাস জমে ছিল। মশার কয়েল ধরানোর জন্য আগুন জ্বালালে বিস্ফোরণ হয়ে ময়নালের ঘরে আগুন ধরে যায়।’
গ্যাসলাইনে লিকের অভিযোগ প্রসঙ্গে তিতাস গ্যাসের উত্তরার ইমারজেন্সি টিমের প্রধান নাজমুল হোসেন বলেন, ‘আমাদের তিতাসের লাইন দেওয়া হয় এসএস পাইপ দিয়ে। আমরা বাড়ির নিচ দিয়ে লাইন দেই না। কিন্তু ওই লাইনটি টানা হয়েছে জিআই পাইপ দিয়ে। তাই আমাদের ধারণা, লাইনটি চোরাইভাবে করা।’
নাজমুল হোসেন আরও বলেন, ‘অনুসন্ধানে দেখতে পেয়েছি অ্যালবো (দুই পাইপ জোড়া দেওয়ায় ব্যবহৃত) থেকে গ্যাস লিকের সূত্রপাত। আমরা ওয়েলডিং অ্যালবো ব্যবহার করি। কিন্তু এখানে থ্রেড অ্যালবো ব্যবহার করেছে। থ্রেড অ্যালবো ব্যবহার করা হয় বাড়ির ওয়্যারিং কাজের জন্য।’
ওসি মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকান্ডে দুই জন নিহতের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১১ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৮ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২৩ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২৭ মিনিট আগে