Ajker Patrika

স্কুলে স্কুলে ডেঙ্গুবিরোধী প্রচারাভিযানে মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ২০: ৫৪
স্কুলে স্কুলে ডেঙ্গুবিরোধী প্রচারাভিযানে মেয়র আতিক

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এডিস মশা নিধনে স্কুলে স্কুলে সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 

আজ বুধবার বেলা ১১টায় বনশ্রীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন ডিএনসিসি মেয়র। বক্তব্যের শুরুতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইশাত আজহারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন আতিকুল ইসলাম। 

শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি আছে। এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়। জমা পানিতে এডিসের লার্ভা জন্মায়। তাই সবাইকে সচেতন হতে হবে। ঘরবাড়ি, বারান্দা, ছাদ, বেসমেন্ট পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিন—সবাইকে এটি মানতে হবে। 

এ সময় ডিএনসিসি মেয়র ট্রাকে উঠে এডিস মশার উৎসস্থল—গাড়ির পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, অব্যবহৃত কমোড এগুলো দেখিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। শিক্ষার্থীরা মেয়রের আহ্বানে সাড়া দিয়ে তিন দিনে এক দিন জমা পানি ফেল দেওয়ার ও প্রতি শনিবার সকালে ১০টায় ১০ মিনিট বাসাবাড়ি পরিষ্কার করার অঙ্গীকার করে। 

উপস্থিত শিক্ষকদের উদ্দেশে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আপনারা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করে তুলবেন। প্রতিটি শ্রেণিকক্ষ, বারান্দা, ছাদ, মাঠসহ অন্য সব জায়গা নিয়মিত পরিষ্কার করতে হবে। অভিভাবকদেরও ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে জানাতে হবে।’ 

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, শুধু সিটি করপোরেশন একা নয়, বরং ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সচেতনতা প্রয়োজন। সিটি করপোরেশন নিয়মিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সবাই সচেতন না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রচারাভিযান শেষে ডিএনসিসি মেয়র রামপুরায় একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়, একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয় এবং মধুবাগের শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রচারাভিযানে অংশ নেন ডিএনসিসি মেয়র। 

প্রচারাভিযানে আরও অংশ নিয়েছেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল এ কে এম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. লিয়াকত আলী, ৩৬ নম্বরে ওয়ার্ড কাউন্সিলর তৈমুর রেজা খোকন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর মিতু আক্তার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত