ঢামেক প্রতিবেদক
রাজধানীর বংশালে আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসায় বিরিয়ানি খেয়ে শিক্ষক, শিক্ষার্থী, স্টাফসহ অর্ধশত লোক অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাঁরা চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তাঁরা সবাই বংশাল আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসার নাজেরানা, কিতাবখানা, হেফজ ও নূরানি বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া শিক্ষক ও কর্মচারীও রয়েছেন।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, মাদ্রাসাটিতে ১৭০ জন শিক্ষার্থী রয়েছে। যাদের অধিকাংশই শিশু। গতকাল শুক্রবার দুপুরে মাদ্রাসায় মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। দুপুরে সব শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ সেই বিরিয়ানি খায়। একই সময়ে কোনো ব্যক্তি বা সংগঠন থেকে রান্না করা গরুর বিরিয়ানি দিয়ে যায়। যেহেতু তাঁরা দুপুরের খাবার খেয়ে ফেলেছেন, সে জন্য সেই গরুর বিরিয়ানি রেখে দেন রাতের জন্য। রাতে সবাই একত্রেই সেই গরুর বিরিয়ানি খান। এরপর শনিবার সকালে ঘুম থেকে উঠেই একেক জন অসুস্থতা বোধ করতে থাকেন।
সারা দিন অসুস্থ বোধ করার পর সন্ধ্যার পরে তাদের মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। গরুর মাংসের বিরিয়ানি কারা রান্না করে দিয়ে গেছে সেটি তিনি জানেন না।
অসুস্থ বাবুর্চি সৈয়দ আবুল হোসেন জানান, গতকাল দুপুরের মুরগির বিরিয়ানি তিনি নিজে রান্না করেছিলেন। তবে দুপুরে গরুর যে বিরিয়ানিটি দিয়ে যাওয়া হয়েছিল, সেটি কারা রান্না করেছেন এবং কারা দিয়ে গেছেন সেটি তিনিও জানেন না। তাঁর ধারণা, রাতে সেই গরুর বিরিয়ানি খাওয়ার কারণেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন।
এদিকে মাদ্রাসার একাধিক শিক্ষার্থী জানান, রাতে খাবার খেয়ে যখন তাঁরা ঘুমিয়ে পড়েন তখনো কোনো সমস্যা হয়নি। তবে সকালে ঘুম থেকে উঠেই তাঁরা শরীর খারাপ অনুভব করেন। পাতলা পায়খানা, বমি, মাথা ব্যথা ও পেট ব্যথা শুরু হয়।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মেডিকেল অফিসার বলেন, ধারণা করা হচ্ছে ফুড পয়জনিং হয়েছে তাঁদের। সবাইকে মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়ে বলা যাবে।
রাজধানীর বংশালে আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসায় বিরিয়ানি খেয়ে শিক্ষক, শিক্ষার্থী, স্টাফসহ অর্ধশত লোক অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাঁরা চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তাঁরা সবাই বংশাল আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসার নাজেরানা, কিতাবখানা, হেফজ ও নূরানি বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া শিক্ষক ও কর্মচারীও রয়েছেন।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, মাদ্রাসাটিতে ১৭০ জন শিক্ষার্থী রয়েছে। যাদের অধিকাংশই শিশু। গতকাল শুক্রবার দুপুরে মাদ্রাসায় মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। দুপুরে সব শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ সেই বিরিয়ানি খায়। একই সময়ে কোনো ব্যক্তি বা সংগঠন থেকে রান্না করা গরুর বিরিয়ানি দিয়ে যায়। যেহেতু তাঁরা দুপুরের খাবার খেয়ে ফেলেছেন, সে জন্য সেই গরুর বিরিয়ানি রেখে দেন রাতের জন্য। রাতে সবাই একত্রেই সেই গরুর বিরিয়ানি খান। এরপর শনিবার সকালে ঘুম থেকে উঠেই একেক জন অসুস্থতা বোধ করতে থাকেন।
সারা দিন অসুস্থ বোধ করার পর সন্ধ্যার পরে তাদের মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। গরুর মাংসের বিরিয়ানি কারা রান্না করে দিয়ে গেছে সেটি তিনি জানেন না।
অসুস্থ বাবুর্চি সৈয়দ আবুল হোসেন জানান, গতকাল দুপুরের মুরগির বিরিয়ানি তিনি নিজে রান্না করেছিলেন। তবে দুপুরে গরুর যে বিরিয়ানিটি দিয়ে যাওয়া হয়েছিল, সেটি কারা রান্না করেছেন এবং কারা দিয়ে গেছেন সেটি তিনিও জানেন না। তাঁর ধারণা, রাতে সেই গরুর বিরিয়ানি খাওয়ার কারণেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন।
এদিকে মাদ্রাসার একাধিক শিক্ষার্থী জানান, রাতে খাবার খেয়ে যখন তাঁরা ঘুমিয়ে পড়েন তখনো কোনো সমস্যা হয়নি। তবে সকালে ঘুম থেকে উঠেই তাঁরা শরীর খারাপ অনুভব করেন। পাতলা পায়খানা, বমি, মাথা ব্যথা ও পেট ব্যথা শুরু হয়।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মেডিকেল অফিসার বলেন, ধারণা করা হচ্ছে ফুড পয়জনিং হয়েছে তাঁদের। সবাইকে মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়ে বলা যাবে।
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১৪ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে