নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে, অর্থাৎ সাত দিনের অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে। অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও যাত্রীদের খুব একটা ভিড় লক্ষ করা যায়নি কাউন্টারগুলোতে।
সরেজমিনে দেখা যায়, গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন কাউন্টারে সড়কপথের বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। কিন্তু টিকিট বিক্রির প্রথম দিনে অগ্রিম টিকিট কাটতে যাত্রীদের ছিল না দীর্ঘ লাইন। করোনার দুই বছর পর এবার ঘোষণা দিয়ে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও যাত্রীদের খুব একটা সাড়া মিলছে না। তবে যে দু-একজন যাত্রী বাসের অগ্রিম টিকিট কাটতে আসছেন, তাঁরা কোনো ঝামেলা ছাড়াই টিকিট কেটে চলে যেতে পারছেন। এতে টিকিট কাটতে আসা যাত্রীরা বেশ স্বস্তি প্রকাশ করেছেন।
গাবতলীতে হানিফ পরিবহনের কাউন্টারের অগ্রিম টিকিট কাটতে আসা লাতিফুর কবির নামের এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে পঞ্চগড়ে যাওয়ার জন্য বাসের অগ্রিম টিকিট কাটতে এসেছি। কাউন্টারে কোনো ভিড় না থাকায় টিকিট কাটতে কোনো ধরনের ভোগান্তি হয়নি। কাউন্টারে পর্যাপ্ত টিকিট আছে, যেকোন দিনের টিকিট পাওয়া যাচ্ছে। আমি আগামী ২৮ এপ্রিলের অগ্রিম টিকিট কেটেছি। ঢাকা থেকে পঞ্চগড়ের ভাড়া আগে নিত ৯৫০ টাকা, ঈদ উপলক্ষে ১০৫০ টাকা ভাড়া নিয়েছে। তবে দ্রুত টিকিট পাওয়ায় আমরা খুশি।’
এদিকে যাত্রীদের চাপ না থাকার বিষয়ে জানতে চাইলে হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীরা হয়তো জানেন না আজ থেকে বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। এ কারণে টিকিট কাটতে আসা যাত্রীদের ভিড় লক্ষ করা যাচ্ছে না। তবে সকালের দিকে কিছু অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। যাত্রীদের চাপ একেবারে নেই বললেই চলে। আগামী তিন দিন অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আশা করছি আগামীকাল শনিবার থেকে যাত্রীদের চাপ বাড়তে পারে।’
ঈদযাত্রার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এবার ঈদে সারা দেশে ৩০০ থেকে ৪০০ গাড়ি চলাচল করবে হানিফ পরিবহনের। যাত্রীদের চাপ সামলানোর জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি। তবে যাত্রীদের এখনো আমরা তেমন সাড়া পাইনি। যাত্রীদের চাপ বাড়লে আমাদের গাড়ির সংখ্যা বাড়ানো হবে।’
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে, অর্থাৎ সাত দিনের অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে। অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও যাত্রীদের খুব একটা ভিড় লক্ষ করা যায়নি কাউন্টারগুলোতে।
সরেজমিনে দেখা যায়, গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন কাউন্টারে সড়কপথের বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। কিন্তু টিকিট বিক্রির প্রথম দিনে অগ্রিম টিকিট কাটতে যাত্রীদের ছিল না দীর্ঘ লাইন। করোনার দুই বছর পর এবার ঘোষণা দিয়ে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও যাত্রীদের খুব একটা সাড়া মিলছে না। তবে যে দু-একজন যাত্রী বাসের অগ্রিম টিকিট কাটতে আসছেন, তাঁরা কোনো ঝামেলা ছাড়াই টিকিট কেটে চলে যেতে পারছেন। এতে টিকিট কাটতে আসা যাত্রীরা বেশ স্বস্তি প্রকাশ করেছেন।
গাবতলীতে হানিফ পরিবহনের কাউন্টারের অগ্রিম টিকিট কাটতে আসা লাতিফুর কবির নামের এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে পঞ্চগড়ে যাওয়ার জন্য বাসের অগ্রিম টিকিট কাটতে এসেছি। কাউন্টারে কোনো ভিড় না থাকায় টিকিট কাটতে কোনো ধরনের ভোগান্তি হয়নি। কাউন্টারে পর্যাপ্ত টিকিট আছে, যেকোন দিনের টিকিট পাওয়া যাচ্ছে। আমি আগামী ২৮ এপ্রিলের অগ্রিম টিকিট কেটেছি। ঢাকা থেকে পঞ্চগড়ের ভাড়া আগে নিত ৯৫০ টাকা, ঈদ উপলক্ষে ১০৫০ টাকা ভাড়া নিয়েছে। তবে দ্রুত টিকিট পাওয়ায় আমরা খুশি।’
এদিকে যাত্রীদের চাপ না থাকার বিষয়ে জানতে চাইলে হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীরা হয়তো জানেন না আজ থেকে বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। এ কারণে টিকিট কাটতে আসা যাত্রীদের ভিড় লক্ষ করা যাচ্ছে না। তবে সকালের দিকে কিছু অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। যাত্রীদের চাপ একেবারে নেই বললেই চলে। আগামী তিন দিন অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আশা করছি আগামীকাল শনিবার থেকে যাত্রীদের চাপ বাড়তে পারে।’
ঈদযাত্রার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এবার ঈদে সারা দেশে ৩০০ থেকে ৪০০ গাড়ি চলাচল করবে হানিফ পরিবহনের। যাত্রীদের চাপ সামলানোর জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি। তবে যাত্রীদের এখনো আমরা তেমন সাড়া পাইনি। যাত্রীদের চাপ বাড়লে আমাদের গাড়ির সংখ্যা বাড়ানো হবে।’
রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকার একটি বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মরিয়ম (৬০) ও সুফিয়া (৫২)। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা থেকে রাতের কোনো এক সময় তাঁদের হত্যা করা হয়েছে।
১ ঘণ্টা আগেদিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৌর ছাত্রদলের সদস্যসচিব কাশেম পাপ্পুসহ অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে চোরাই অটোরিকশার বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার
১ ঘণ্টা আগেপাবনার সাঁথিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। নিহত গৃহবধূ উপজেলার পাগলা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী খাদেজা (২৩)। তিনি আত্রাইশুকা গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
১ ঘণ্টা আগেহবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার ওপর হামলা হয়েছে। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে