অনলাইন ডেস্ক
পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, সেনাবাহিনী গতরাতে ৪৮টি ড্রোন ভূপাতিত করেছে।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, গতরাতের হিসাবসহ পাকিস্তান কর্তৃক ভূপাতিত ভারতীয় ড্রোনের মোট সংখ্যা ৭৭-এ দাঁড়িয়েছে।
নিরাপত্তা সূত্র টেলিভিশন চ্যানেলটিকে জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মন্ত্রী বলেছেন, ভারত সংঘাতের উত্তেজনা কমানোর প্রচেষ্টা চলছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, তাঁর সরকার ভারতের সঙ্গে চলমান সংকট নিরসনের প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরব, কাতার এবং চীনের সঙ্গে প্রতিদিন কথা বলছে।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সমস্ত বন্দর, শিপিং টার্মিনাল এবং জাহাজ নির্মাণ কারখানাগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে ভারত।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের পর ভারত উত্তর ভারতের ২৪টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল স্থগিত করার প্রেক্ষাপটে এই নির্দেশ এলো।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
ভারতের পাকিস্তানে সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’ নামটির ট্রেডমার্ক পাওয়ার আবেদন করেছিল আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তবে পরে সেই আবেদন প্রত্যাহার করা হয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনী আজ শুক্রবার সিএনএনকে জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিতর্কিত সীমান্ত বরাবর ভারতীয় বাহিনীর ‘বিনা উসকানিতে গুলিবর্ষণের’ জবাবে পাকিস্তানের সেনাবাহিনী তাদের বেশ কয়েকটি ‘চেকপোস্ট’ ধ্বংস করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তানি সেনারা কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখার (এলওসি) ছয়টি স্থানে ভারতীয় চেকপোস্ট ধ্বংস করেছে।
সূত্রটি চেকপোস্টগুলো সম্পর্কে বা উভয়পক্ষের গুলিবর্ষণ কখন হয়েছিল সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আল-জাজিরাকে বলেছেন, ইসলামাবাদ উত্তেজনা কমাতে চাইলেও ভারতের আগ্রাসন সংঘাতকে অনিবার্য করে তুলেছে। যেখানে এরই মধ্যে ড্রোন হামলা এবং ৭৮টি যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে।
তিনি দাবি করেন, পাকিস্তানি বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সংঘর্ষের কারণে ভারতীয় হতাহতের সঠিক সংখ্যা তিনি নিশ্চিত করতে পারেননি।
আসিফ আরও অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভ্যন্তরীণ অস্থিরতা থেকে মনোযোগ সরানোর জন্য উত্তেজনা উসকে দিচ্ছেন। সন্ত্রাসী আস্তানা সম্পর্কে ভারতের দাবির নিরপেক্ষ তদন্তের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
রয়টার্স বার্তা সংস্থা জানিয়েছে, পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় বলেছে, তাদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এর আগে এক্স-এ একটি পোস্ট করা হয়েছিল, যেখানে প্রতিবেশী ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক অংশীদারদের পাকিস্তানের ঋণের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
মন্ত্রণালয় রয়টার্সকে জানিয়েছে, ‘আমরা টুইটার (এক্স অ্যাকাউন্ট) বন্ধ করার জন্য কাজ করছি।’ পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়ে তারা ‘কোনো টুইট করেনি’ বলেও জানানো হয়েছে।
ভারত ও পাকিস্তানের গণমাধ্যম এবং তথ্য পর্যবেক্ষণকারী সংস্থাগুলো উভয় দেশের মধ্যে চলমান উত্তেজনা সম্পর্কিত ভুল তথ্যের ব্যাপক বিস্তার চিহ্নিত করেছে।
পাকিস্তানের সঙ্গে সংঘাতের মধ্যে ক্রমেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ভারত। এরই মধ্যে ইনস্টাগ্রাম ও এক্স-এ অনেকগুলো অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এবার দেশে পরিচালিত সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্মকে পাকিস্তান থেকে আসা কনটেন্ট ব্লক করতে বলা হয়েছে।
ভারত ইতিমধ্যেই কিছু পাকিস্তানি সেলিব্রিটির সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট ব্লক করেছে এবং পাকিস্তানও এর পাল্টা জবাব দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার এক্স-এ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলেছে, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে, ভারতে পরিচালিত সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং মধ্যস্থতাকারীদের অবিলম্বে ওয়েব-সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্ট এবং অন্যান্য স্ট্রিমিং মিডিয়া কনটেন্ট... যা পাকিস্তানে তৈরি, তা বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’
এই আদেশ সাবস্ক্রিপশন-ভিত্তিক এবং বিনামূল্যে উভয় প্ল্যাটফর্মের জন্যই প্রযোজ্য। নেটফ্লিক্স, ডিজনি, স্পটিফাই এবং অ্যাপল মিউজিকের মতো প্ল্যাটফর্ম ভারতে তাদের কার্যক্রম পরিচালিত করে।
ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর আসছে। এর মধ্যে ক্রিকেট কর্তৃপক্ষ আজকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশের কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ভারতের ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা গতকাল বৃহস্পতিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেছেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, সরকারের পরামর্শ চাইছি এবং আগামীকাল আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি ক্ষণে ক্ষণে বদলাচ্ছে। আমাদের যা বলা হবে আমরা তাই করব এবং সমস্ত অংশীদারদের জানাব। এই মুহূর্তে, আমাদের প্রধান অগ্রাধিকার হলো সকল খেলোয়াড়, ভক্ত এবং অংশীদারদের নিরাপত্তা।’
পাকিস্তানের বিরুদ্ধে আরও ড্রোন হামলা এবং ‘বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগ করেছে ভারত।
ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী গতকাল বৃহস্পতিবার রাত এবং আজ শুক্রবার সকালে ভারতের পশ্চিম সীমান্ত বরাবর ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক হামলা চালিয়েছে।
সেনাবাহিনী বলেছে, পাকিস্তান ভারতীয় ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ‘বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে’।
ভারতীয় সামরিক বাহিনী এক্স হ্যান্ডলে এক পোস্টে বলেছে, ড্রোন হামলাগুলো কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে। তারা যথাযথ জবাব দিয়েছে।
তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ভারতীয় বাহিনী।
পাকিস্তান সাম্প্রতিক দিনগুলোতে যে কোনো ধরনের আন্তঃসীমান্ত হামলার কথা অস্বীকার করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে কথা বলেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, শাহবাজ শরীফ ভারতের হামলার নিন্দা জানিয়েছেন, বলেছেন, পাকিস্তানি জনগণ এই আক্রমণে ক্ষুব্ধ। তিনি যুক্তি দিয়েছেন, এটি ‘দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করার পাশাপাশি পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে’।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী ‘যেকোনো মূল্যে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য পাকিস্তানের দৃঢ় সংকল্প’ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, পাকিস্তান আত্মরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে, তিনি পাকিস্তান এবং ভারত উভয়েরই উত্তেজনা প্রশমিত করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভুল তথ্য ছড়ানো নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
ফরেন পলিসি ম্যাগাজিনের দক্ষিণ এশিয়া বিশ্লেষক ও লেখক মাইকেল কুগেলম্যান বলেছেন, সংঘাত সম্পর্কিত ভুল তথ্য ‘শত্রুতার মতোই দ্রুত বাড়ছে’।
তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ‘ভিন্ন ভিন্ন কারণে দুটোই খুব বিপজ্জনক।’ তিনি জনসাধারণকে নির্ভরযোগ্য তথ্যসূত্র এবং ফ্যাক্টচেকারদের অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
‘এই ধরনের মুহূর্তে, তাদের (ফ্যাক্টচেকার) কাজ অপরিহার্য,’ যোগ করেন কুগেলম্যান।
সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি ‘একটি উত্তপ্ত সংঘাতে পরিণত হবে’। এর ফলে অনেক বেসামরিক নাগরিকের মৃত্যু হতে পারে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে কথোপকথনের পর এরদোয়ান বলেন, তিনি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ‘জঘন্য সন্ত্রাসী হামলার আন্তর্জাতিক তদন্তের জন্য’ ইসলামাবাদের প্রস্তাবকে ‘মূল্যবান’ মনে করেন।
ভারত সরকার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্সকে ৮ হাজারের বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে। প্ল্যাটফর্মটি জানিয়েছে, নয়াদিল্লি পাকিস্তান-সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কন্টেন্টের ওপর ব্যাপক নিয়ন্ত্রণ অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স টিম এক বিবৃতিতে বলেছে, এক্স ভারত সরকারের কাছ থেকে নির্বাহী আদেশ পেয়েছে, যেখানে ভারতে ৮ হাজারের বেশি অ্যাকাউন্ট ব্লক করার জন্য বলা হয়েছে। এর ব্যত্যয়ে উল্লেখযোগ্য জরিমানা এবং কোম্পানির স্থানীয় কর্মীদের কারাদণ্ডসহ সম্ভাব্য শাস্তির ঝুঁকি রয়েছে।
ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্মটি জানিয়েছে, এই আদেশে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং অন্যান্য বিশিষ্ট ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করার দাবিও অন্তর্ভুক্ত রয়েছে। কোম্পানিটি বিস্তারিত তথ্য দেয়নি।
তারা আরও যোগ করেছে, ভারত সরকার নির্দিষ্ট করে বলেনি কোন পোস্ট ভারতীয় আইন লঙ্ঘন করেছে এবং অ্যাকাউন্ট বন্ধের দাবির সপক্ষে সামান্যই প্রমাণ দিয়েছে।
এক্স-এর বিবৃতিতে বলা হয়েছে, পুরো অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া কেবল অপ্রয়োজনীয়ই নয়, এটি বর্তমান এবং ভবিষ্যতের কন্টেন্টের সেন্সরশিপের শামিল এবং বাকস্বাধীনতার মৌলিক অধিকারের পরিপন্থী।
এতে আরও বলা হয়েছে, এটি একটি সহজ সিদ্ধান্ত নয়, তবে ভারতে প্ল্যাটফর্মের অ্যাক্সেস বজায় রাখা ভারতীয়দের তথ্য পাওয়ার জন্য অত্যাবশ্যক।
ইনস্টাগ্রামের মালিক মেটাও নয়াদিল্লির অনুরোধে প্ল্যাটফর্মটিতে একটি জনপ্রিয় মুসলিম নিউজ পেজে ভারতীয় ব্যবহারকারীদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। এর এক দিন পর এক্স-এর এই পদক্ষেপ এল।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যেকার সংঘাত ‘মূলত আমাদের বিষয় নয়’। যদিও তিনি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।
ফক্স নিউজকে ভ্যান্স বলেন, ‘আমরা যা করতে পারি তা হলো, এই লোকদের কিছুটা উত্তেজনা কমাতে উৎসাহিত করা, কিন্তু আমরা এমন একটি যুদ্ধের মধ্যে জড়াব না যা মূলত আমাদের বিষয় নয় এবং আমেরিকার নিয়ন্ত্রণের ক্ষমতার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। আপনারা জানেন, আমেরিকা ভারতীয়দের অস্ত্র সংবরণ করতে বলতে পারে না। আমরা পাকিস্তানিদের অস্ত্র সংবরণ করতে বলতে পারি না। তাই, আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই বিষয়টি অনুসরণ করতে থাকব।’
ভ্যান্স আরও বলেন, ‘আমাদের আশা এবং প্রত্যাশা হলো, এটি যেন বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ বা, ঈশ্বর না করুন, পারমাণবিক সংঘাতের দিকে না যায়। এখন পর্যন্ত, আমরা মনে করি না তেমন কিছু ঘটবে।’
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, পাকিস্তান ভারতে এবং ভারতীয়-শাসিত কাশ্মীরে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। ইসলামাবাদ এই দাবি অস্বীকার করেছে, তবে এর আগে বলেছিল যে, তারা কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ৪০ থেকে ৫০ জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছে এবং দুই ডজনেরও বেশি ভারতীয় ড্রোন গুলি করে নামিয়েছে। এদিকে, ভারত নিশ্চিত করেছে যে, তারা পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে।