নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে তাঁর স্ত্রী ডা. জাহানারা এহসানের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করছে পুলিশ।
প্রাথমিকভাবে বাদী নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার বিকেলে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পূর্ণাঙ্গ তদন্ত করতে স্পিকারের অনুমতি লাগবে বলে জানিয়েছেন তিনি।
সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
মুরাদ সংসদ সদস্য হওয়ায় তদন্তের ক্ষেত্রে কোনো বাঁধা আছে কিনা জানতে চাইলে সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি যেহেতু সংসদ সদস্য তাই এ ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে তদন্ত করতে হলে সংসদ বা সরকারের অনুমতি লাগবে।’
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ এ ফোন করে ডা. জাহানারা তাঁর স্বামী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। পরে ধানমন্ডি থানা-পুলিশ মুরাদ হাসানের বাসায় যাওয়ার আগেই তিনি বাসা থেকে বেরিয়ে যান। পরবর্তীতে জাহানারা এহসান সন্ধ্যা ৬টায় ধানমন্ডি মডেল থানায় গিয়ে জিডি করেন।
ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ধানমন্ডি) এহসানুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, যেহেতু বাদী নিজের ও সন্তানদের নিরাপত্তাহীনতা বিষয়টি জোর দিয়েছেন। আমরাও সেদিকে নজর রাখছি।
শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে তাঁর স্ত্রী ডা. জাহানারা এহসানের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করছে পুলিশ।
প্রাথমিকভাবে বাদী নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার বিকেলে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পূর্ণাঙ্গ তদন্ত করতে স্পিকারের অনুমতি লাগবে বলে জানিয়েছেন তিনি।
সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
মুরাদ সংসদ সদস্য হওয়ায় তদন্তের ক্ষেত্রে কোনো বাঁধা আছে কিনা জানতে চাইলে সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি যেহেতু সংসদ সদস্য তাই এ ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে তদন্ত করতে হলে সংসদ বা সরকারের অনুমতি লাগবে।’
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ এ ফোন করে ডা. জাহানারা তাঁর স্বামী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। পরে ধানমন্ডি থানা-পুলিশ মুরাদ হাসানের বাসায় যাওয়ার আগেই তিনি বাসা থেকে বেরিয়ে যান। পরবর্তীতে জাহানারা এহসান সন্ধ্যা ৬টায় ধানমন্ডি মডেল থানায় গিয়ে জিডি করেন।
ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ধানমন্ডি) এহসানুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, যেহেতু বাদী নিজের ও সন্তানদের নিরাপত্তাহীনতা বিষয়টি জোর দিয়েছেন। আমরাও সেদিকে নজর রাখছি।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
২ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৩ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৩ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে