Ajker Patrika

শাবিপ্রবি শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা নিয়ে মহিলা পরিষদের উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২০: ৫০
শাবিপ্রবি শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা নিয়ে মহিলা পরিষদের উদ্বেগ প্রকাশ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সৃষ্ট সংকট নিরসনে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। অনশনরত শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ উদ্বেগ জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সদস্য খুরশিদা ইমাম। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা ও অবহেলার কারণে সংকট তৈরি হয়েছে। আন্দোলনে অংশগ্রহণকারী আমরণ অনশনরত শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন। 

শাবিপ্রবিতে চলমান সংকটের দ্রুত সমাধানসহ শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানায় সংগঠনটি। পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলনকে দমন-পীড়নের মাধ্যমে বন্ধ না করে শিক্ষক ও প্রশাসনকে তাঁদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয় ৷ এ সময় কিছু দাবি তুলে ধরে সংগঠনটি। এর মধ্যে রয়েছে—

*অনশনরত শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ক্ষয়ক্ষতির আগেই এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জরুরি উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আশু উদ্যোগ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে হস্তক্ষেপ করতে হবে। 
*আন্দোলনরত ছাত্রীদের ওপর যারা হামলা করেছে, তাদের শনাক্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 
*বিশ্ববিদ্যালয়ের সব অব্যবস্থাপনা দূর করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। 
*গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের লক্ষ্যে আরও সংবেদনশীল আচরণ করতে হবে। 
*আন্দোলনরত শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা ও অনশনরত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। 

সংবাদ সম্মেলনে শাবিপ্রবির অভিজ্ঞতা বর্ণনা করেন সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল। তিনি বলেন, পরিস্থিতির শিকার হয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। প্রশাসনের প্রতি আহ্বান জানানো হলেও ছাত্রছাত্রীদের অনশন থেকে ফেরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি খুবই উদ্বেগের। তিনি আন্দোলনকারীদের বড় কোনো ক্ষতি হওয়ার আগেই উদ্ভূত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘শাবিপ্রবির শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের সাথে বসে বৈঠক করে ন্যায়সংগত একটা সমাধান দ্রুত বের করতে হবে। শিক্ষাঙ্গনে কোনো নৈরাজ্য থাকবে না, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে।’ 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানুসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি পরিচালক জনা গোস্বামী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত