Ajker Patrika

ফরিদপুরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

ফরিদপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম তাজিম সরদার (২০)। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নাগারদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজিম উপজেলার চরযশোরদি ইউনিয়নের আশফোরদি গ্রামের হাবিব সরদারের ছেলে। তিনি সরকারি মুকসুদপুর কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী শাওন (২৫) ও খালিদ (১৭) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মামুন বলেন, রাত আনুমানিক ৮টার দিকে ভাঙ্গার দিক থেকে আসা মোটরসাইকেলটি নগরকান্দার নাগারদিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে তাজিমের মৃত্যু হয় এবং সঙ্গে থাকা তাঁর দুই বন্ধু শাওন ও খালিদ গুরুতর আহত হয়। মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত